বিজ্ঞাপন

কলাবাগান ক্রীড়া চক্রে র‍্যাবের অভিযান চলছে

September 20, 2019 | 7:58 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীতে অবৈধ ক্যাসিনো ব্যবসা, জুয়ার আড্ডা ও বারের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান চালাচ্ছে র‌্যাব-২।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই অভিযান শুরু হয়। এর আগে দুপুরে কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় র‍্যাব-২। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে নিয়ে ক্লাবে অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে অভিযান চলছিল।

এর আগে দুপুরে যুবলীগ নেতা জি কে শামীমের নিকেতনের বাসা ও অফিসে অভিযান চালায় র‌্যাব। এ সময় শামীমকে তার সাত দেহরক্ষীসহ গ্রেফতার করা হয়। পাশাপাশি দেহরক্ষীদের অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি জব্দ করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) গুলশানে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া বাসা এবং ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে একযোগে অভিযান চালায় র‌্যাব। খালেদ ছিলেন ফকিরাপুলের ওই ক্লাবের সভাপতি।ইয়ংমেনস ক্লাবের অভিযানে ক্যাসিনো বসিয়ে জুয়ার আসর চালানোর বিপুল আয়োজন পাওয়া যায়। সেখান থেকে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়। আর গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

ওদিনই ওয়ান্ডারার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বনানীর আহমেদ টাওয়ারে গড়ে তোলা একটি ক্যাসিনোতেও র‌্যাবের অভিযান চলে। অভিযানে জুয়ার নগদ অর্থ ও মাদকের পাশাপাশি প্রায় দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/আইই/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন