বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে দুই দল ডাকাতের ‘গোলাগুলি’, ১ জনের মৃত্যু

September 21, 2019 | 10:39 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় দুদল ডাকাতের মধ্যে ‘গোলাগুলিতে’ আরিফ হোসেন নামের এক যুবক মারা গেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি নিহত আরিফ হোসেন ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ‘গোলাগুলি’তে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।

বিজ্ঞাপন

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে শাকচর এলাকায় সড়কের পাশের একটি পরিত্যক্ত ইটভাটায় এই ‘গোলাগুলি’র ঘটনা ঘটে। নিহত আরিফ শাকচর গ্রামের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, ভোর রাতে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায় ও ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলিতে সদর থানার এসআই মোতাহার হোসেন ও কনস্টেবল সোহেল রানা আহত হয়েছেন।

মৃত আরিফ ডাকাত বলে দাবি ওসির। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন