বিজ্ঞাপন

বেশি করে পেয়াঁজ আমদানির আহ্বান টিসিবি চেয়ারম্যানের

September 21, 2019 | 4:58 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

হিলি: দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দরের ব্যবসায়ীদের বেশি করে পেঁয়াজ আমদানি করার আহ্বান জানিয়েছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীর। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে হিলি স্থলবন্দরে পরির্দশন করে তিনি ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

এসময় তিনি টিসিবির ঠিকাদার ‘খান ট্রের্ডাস’ ও ‘সততা বাণিজ্যালয়’ এর মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। মজুদ করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যেন পেঁয়াজের দাম বাড়াতে না পারে সে বিষয়েও সর্তক থাকার আহ্বান জানান টিসিবি চেয়ারম্যান।

টিসিবির চেয়ারম্যানের পক্ষে যুগ্নসচিব মইনুদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব জানান।

উল্লেখ, গত শুক্রবার ভারত পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়ে দেওয়ার প্রভাব পড়ে দেশীয় খোলা বাজারে। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। পেঁয়াজের দাম কমাতে টিসিবি ট্রেন্ডার আহ্বান করেছে। তারা প্রতিকেজি ৬০ থেকে ৬২ টাকা দরে হিলি থেকে পেঁয়াজ ক্রয় করে টিসিবির ডিলারদের মাধ্যমে ৪৫ টাকা দরে বাজারে পেঁয়াজ বিক্রি করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন