বিজ্ঞাপন

কোটি টাকা উদ্ধারের ঘটনায় র‍্যাবের মামলা

September 26, 2019 | 3:35 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর ওয়ারীর লালমোহন শাহা লেনের ৮৩/১ নং বাড়ি থেকে দুই কোটি টাকা ও অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় দুটি মামলা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মামলায় বাড়ির মালিক ও গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক এনুর কর্মচারী আবুল কালাম রহমানকে একমাত্র আসামী করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ওয়ারী থানায় এই মামলা করে র‍্যাব। র‍্যাব-৩ এর সিও (কমান্ডিং অফিসার) শফিক বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওয়ারী থানায় দুটি মামলা হয়েছে। একটি অস্ত্র আইনে অন্যটি মানি লন্ডারিং আইনে।

এদিকে শরৎ গুপ্ত সেন রোডের ২২/১ বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধারের ঘটনায় গেণ্ডারিয়া থানায় একটি মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। সেই মামলায় এনামুল হক এনুর ভাই ওয়ারী থানা আওয়ামী লীগের সহ সভাপতি হারুন রশীদকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বানিয়ানগর এলাকার ৩১ নম্বর বাড়ি থেকে এক কোটি পাঁচ লাখ টাকা, ৭৩০ ভরি স্বর্ণ ও পাঁচটি অস্ত্র উদ্ধারের ঘটনায় সূত্রাপুর থানায় দুটি মামলা করা হয়েছে। এই দুটি মামলাতে দুই ভাই গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক এনু ও সহ সম্পাদক রূপন ভুইয়াকে আসামী করা হয়েছে।

আরও পড়ুন:

আ.লীগের ২ নেতার বাসায় মিলল কোটি টাকা ও সোনা, আরও ১৫ বাড়ির খোঁজ

বিজ্ঞাপন

ক্যাসিনো ব্যবসা: গেন্ডারিয়া থানা আ.লীগের ২ নেতার খোঁজে র‌্যাব

সারাবাংলা/ইউজে/এসবি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন