বিজ্ঞাপন

জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

September 28, 2019 | 4:28 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে, বাংলাদেশ স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৮ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। এবারের বক্তব্যে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে চারটি প্রস্তাব তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অধিবেশনস্থলে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

২০১৭ সালে নিজ দেশে চূড়ান্ত নির্যাতনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নেয় প্রায় ১০ লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। মিয়ানমার সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের নিজ দেশে ফেরত পাঠানোর একাধিক উদ্যোগ ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক গোষ্ঠী থেকে চাপ প্রয়োগ করেও কোনো লাভ হয়নি।

বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নেওয়ায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বিদ্যমান এই রোহিঙ্গা সংকট সমাধানে এর আগেও জাতিসংঘে পাঁচটি প্রস্তাব তুলে ধরেছিলেন শেখ হাসিনা। এবার তিনি আরও তিনটি প্রস্তাব তুলে ধরছেন। তার প্রস্তাবগুলো হলো—

বিজ্ঞাপন

১. রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন বিষয়ে মিয়ানমারকে অবশ্যই তাদের রাজনৈতিক ইচ্ছা সুস্পষ্ট করতে হবে। এজন্য রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার কর্তৃপক্ষ কী করছে সেটাও সুস্পষ্টভাবে বলতে হবে;

২. বৈষম্যমূলক আইন ও চর্চা পরিত্যাগ করতে হবে এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন রাজ্যে ‘যাও ও দেখো’— এই নীতিতে পরিদর্শনের অনুমতি দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই তাদের মধ্যে আস্থা তৈরি করতে হবে;

৩. রাখাইন রাজ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেসামরিক পর্যবেক্ষক মোতায়েন করে মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই রোহিঙ্গাসহ সবার নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা বিধান করতে হবে; এবং

বিজ্ঞাপন

৪. আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্য নিশ্চিত করতে হবে যে, রোহিঙ্গা সংকটের মূল কারণ এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা দূর করা হয়েছে।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ওআইসি সেক্রেটারিয়েটের আয়োজনে জাতিসংঘ সদর দফতরে মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরার ঘোষণা দেন।

সারাবাংলা/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন