বিজ্ঞাপন

বিশ্বকাপে মেসি-রোনালদো প্রতিবেশি

February 11, 2018 | 3:11 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আসন্ন বিশ্বকাপ ফুটবলের বেসক্যাম্প বা দলগুলোর থাকার জায়গা ঘোষণা করেছে। আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হবে বিশ্বকাপ। আসরে অংশ নেওয়া ৩২টি দলের থাকার জায়গা দেশগুলো নিজেরাই ফিফার কাছে জানিয়েছিল। সেগুলোর বিচার-বিশ্লেষণ করে অবশেষে ফিফা বেসক্যাম্পের জায়গা ঘোষণা করলো।

গ্রুপ পর্বে প্রতিটা দল ঘোষিত বেসক্যাম্পেই অবস্থান করবে। পরের রাউন্ডে ওঠা দলগুলো এরপর চলে যাবে ভিন্ন ভিন্ন জায়গায়। পরের রাউন্ডের ভেন্যুতে যেখানে যাদের খেলা থাকবে সেই দলগুলোকে সেখানেই রাখা হবে বলে জানিয়েছে ফিফা।

প্রতিটা ম্যাচ ডে’র কমপক্ষে ৫ দিন আগে থেকেই দলগুলোকে তাদের ক্যাম্পে যোগ দিতে হবে। এছাড়া, ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগও করে দেওয়া হবে সবগুলো দলকে।

বিজ্ঞাপন

বেসক্যাম্পের নাম ঘোষণার পর আলোচনায় উঠে আসে আর্জেন্টিনা আর পর্তুগালের কথা। মেসি আর রোনালদোর দেশ দুটিকে একই জায়গায় রাখা হচ্ছে। আর্জেন্টিনা ক্যাম্প করবে মস্কোর ব্রোনিৎসিতে। সেখান থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরের শহর ক্রাতোভোয় থাকবে পর্তুগাল। সবক’টি বেসক্যাম্পের মধ্যে আর্জেন্টিনা ও পর্তুগালের মধ্যকার দূরত্বই সবচেয়ে কম।

ইউরোপের সংবাদমাধ্যমের গুঞ্জন, চিরপ্রতিদ্বন্দ্বী দুই খেলোয়াড়কে ফিফা ইচ্ছে করেই নিজেদের কাছাকাছি রেখেছে।

আর্জেন্টিনা ও পর্তুগাল ছাড়াও মস্কোতে থাকবে স্বাগতিক রাশিয়া। এছাড়া, বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি তাদের তাঁবু খাটাবে মস্কোয়। আরও থাকবে ইরান, ফ্রান্স, পেরু, মেক্সিকো, বেলজিয়াম, তিউনিসিয়া।

বিজ্ঞাপন

নেইমার-জেসুস-কুতিনহোদের ব্রাজিজের বেসক্যাম্প হবে সোচিতে। সেখানে আরও তাঁবু খাটাবে পোল্যান্ড। স্পেনের বেসক্যাম্প ক্রাসানোদারে। সেইন্ট পিটার্সবার্গে থাকবে সৌদি আরব, কোস্টারিকা, কোরিয়া রিপাবলিক, ইংল্যান্ড। কাজানে থাকবে অস্ট্রেলিয়া-জাপান।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন