বিজ্ঞাপন

মেসির সঙ্গে ফিরেছেন দেম্বেলে

September 30, 2019 | 6:55 pm

স্পোর্টস ডেস্ক

ইনজুরির কারণে এই মৌসুমে এখনও স্বস্তি নিয়ে খেলতে পারেননি বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এই আছেন তো এই নেই। তার সঙ্গে ইনজুরির তালিকায় নাম লিখিয়েছিলেন ফরাসি তারকা ওসমান দেম্বেলে। তবে, বার্সা সমর্থকদের জন্য স্বস্তির খবর যে, সোমবার (৩০ সেপ্টেম্বর) মেসি-দেম্বেলে অনুশীলনে ফিরেছেন।

বিজ্ঞাপন

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সার প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। আশা করা হচ্ছে, সেই ম্যাচের আগেই মেসি-দেম্বেলে খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে যাবেন।

চলতি মৌসুমে মেসির শুরুটা অশুভই বলা চলে। মৌসুম শুরুর আগেই ইনজুরিতে পড়ে ছিটকে যান দল থেকে। ফুটবল ক্যারিয়ারে সময়ের দিক দিয়ে তৃতীয় সর্বোচ্চ দিন ইনজুরিতে ভুগে ফিরেছিলেন মাঠে। বাম পায়ের ইনজুরিতে পড়ে প্রায় ৪১ দিন মাঠের বাইরে থাকতে হয় বার্সা দলপতিকে। এরপর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ও গ্রানাদার মাঠে লা লিগার ম্যাচে বদলি হিসেবে খেলেন মেসি।

লিগের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে চলতি মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে ছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে ২০১৯-২০২০ মৌসুমে প্রথমবারের মতো ক্যাম্প ন্যু’তে শুরুর একাদশে দেখা মেলে মেসির। ওই ম্যাচের প্রথমার্ধেই কুঁচকিতে চোট পাওয়ায় বিরতির পর আর মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন তারকা।

বিজ্ঞাপন

ভিয়ারিয়ালের বিপক্ষে ক্যাম্প ন্যু’তে ম্যাচের শুরুতেই নিজের চিরচেনা ফর্ম দেখিয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। ম্যাচের মাত্র ৬ মিনিটেই অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে অ্যাসিস্ট করেই জানান দেন তিনি ফিরেছেন। তবে মেসির জাদু খুব বেশিক্ষণ দেখতে পারেনি ক্যাম্প ন্যু’বাসী। ম্যাচের ২৪ মিনিটে বাম পায়ের মাংসপেশিতে টান অনুভব করলে সাথে সাথেই সাইড লাইনে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন তাকে। ৮ মিনিট মাঠের বাইরে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ম্যাচের ৩২ মিনিটে আবারও মাঠে ফিরে আসেন মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ ভালভার্দে। এই বাম পায়ের ইনজুরির কারণেই প্রায় ৪১ দিন মাঠের বাইরে ছিলেন মেসি।

লা লিগায় গেটাফের বিপক্ষে সবশেষ হোম ম্যাচে খেলতে পারেননি মেসি। চ্যাম্পিয়ন্স লিগে মেসির দল এবার ঘরের মাঠে আতিথ্য দেবে ইন্টার মিলানকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন