বিজ্ঞাপন

সিরিজ বাঁচালেও জরিমানার কবলে দ. আফ্রিকা

February 11, 2018 | 4:54 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে সফরকারী ভারতকে ৫ উইকেটে পরাজিত করে ছয় ম্যাচের সিরিজে নিজেদের টিকিয়ে রেখেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর আগে সিরিজের প্রথম তিনটি ম্যাচে হেরে শঙ্কায় ছিল প্রোটিয়ারা।

তবে, ম্যাচ জিতলেও স্বস্তিতে নেই স্বাগতিকরা। চতুর্থ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দক্ষিণ আফ্রিকাকে জরিমানা করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য অ্যান্ডি পাইক্রফট প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে জরিমানা করেছেন। তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুণতে হবে। দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ১০ শতাংশ।

বিজ্ঞাপন

আগামী ১২ মাসের মধ্যে অধিনায়ক হিসেবে আবার কোনো ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হলে মার্করামকে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে।

প্রোটিয়াদের নতুন অধিনায়ক মার্করাম দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এর আগে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ভারত। আগামী মঙ্গবার (১৩ ফেব্রুয়ারি) পোর্ট এলিজাবেথে ছয় ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। তিনদিন পর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে ম্যাচ। ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন