বিজ্ঞাপন

রংপুরে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় দুর্ঘটনা, একজনের মৃত্যু

October 3, 2019 | 5:35 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

রংপুর: রংপুরের কাউনিয়া রেল জংশনে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় অন্য ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষে একজন মারা গেছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সারাবাংলাকে বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

কাউনিয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সুকুমার রায় বলেন, ট্রেনটি উত্তরবঙ্গের মেইল ট্রেন। এই ট্রেনটি সান্তাহার থেকে কাউনিয়া হয়ে পঞ্চগড় রুটে চলাচল করে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি সান্তাহার থেকে কাউনিয়ায় আসে। কাউনিয়া জংশনে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় অপর একটি ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এ সময় সাতজন আহত হন, একজন ঘটনাস্থলে মারা যায়।

তিনি জানান, সাতজনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন