বিজ্ঞাপন

মার্চের ৪, ৯০তম অস্কার

December 7, 2017 | 11:55 am

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বিজ্ঞাপন

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড। ২০১৮ এর ৪ মার্চ বসতে যাচ্ছে এর ৯০তম আসর। ৪ ডিসেম্বর এই ঘোষণা দেয় অ্যামেরিকান ব্রডকাস্টিং কোম্পানি এবং দ্য একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সাইয়েন্স। বরাবরের মতো এবারেও জমকালো আয়োজনটি অনুষ্ঠিত হবে লস এঞ্জেলসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। দুনিয়া কাপানো তারকারা নজর কারা সাজে রেড কার্পেটে যখন হাঁটবেন, ৫ মার্চ বাংলাদেশে  সূর্য তখন পূব আকাশে।

অস্কার আসরের অন্যতম আকর্ষনীয় রেড কার্পেট আয়োজন দেখতে চাইলে উঠতে হবে ভোর সাড়ে পাঁচটায়, চোখ রাখতে হবে অস্কার ফেসবুক, ইউটিউব বা, অ্যামেরিকান ব্রডকাস্টিং কোম্পানির যে কোনো চ্যানেলে। রেড কার্পেটের অনুষ্ঠান চলবে নব্বই মিনিট। এ সময়ের মধ্যে অস্কার মনোনীতরা থাকবেন ভক্ত-দর্শকদের সাথে, ব্যস্ত থাকবেন সাক্ষাৎকারে। পুরস্কার ঘোষণা শুরু হবে বাংলাদেশ সময় ৫ মার্চ ভোর সাতটায়। ৯০তম অস্কার সঞ্চালনা করবেন জিমি মিকেল।

হলিউডে এ বছরের সবচেয়ে প্রসিদ্ধ টক-শো ‘জিমি কিমেল লাইভ’ এর সঞ্চালক সর্বশেষ অস্কারও সঞ্চালনা করেছেন জিমি। দ্বিতীয়বার সঞ্চালনার দায়িত্ব পাওয়ার গল্পে জিমি বলেন, ‘অপেক্ষা করতে পারো, দেখা যাক ৯০-এর পরিকল্পনায় কি হয়। আমাকে আশ্চর্য করে দিয়ে দ্বিতীয়বার আমার নাম ঘোষণা করা হলো। আমি সত্যি কৃতজ্ঞ, অস্কার সঞ্চালনা আমার ক্যারিয়ারকে অনেক উজ্জ্বল করেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিও/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন