বিজ্ঞাপন

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

October 7, 2019 | 1:50 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পৃথক  ‍দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের বাঁশখালী ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটেছে।

এর মধ্যে চট্টগ্রাম-বাঁশখালী সড়কে কালীপুর ইউনিয়নের পালগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুজনের মৃত্যু হয়। মৃতরা হলেন- জিয়াউল হক (৪৫) ও টমাস মণ্ডল (৪২)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সারাবাংলাকে বলেন, ‘ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীমুখী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। দুজনই অটোরিকশায় ছিলেন।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় জিয়াউল হক নামে একজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। জিয়াউল বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে।’

এদিকে রাউজান পৌরসভার সুলতানপুর জানালীহাট এলাকায় সোমবার সকাল ৭টার দিকে আরেকটি দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত জয়ব্রত ধর (২৫) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীব্রত ধরের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, জয়ব্রত নিজেই মোটর সাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন