বিজ্ঞাপন

‘দুর্গোৎসবে সাম্প্রদায়িক বিভেদ ভুলে মহামিলনের সূচনা হয়’

October 7, 2019 | 9:24 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, ‘দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এ উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের মহামিলনের সূচনা হয়। সাম্প্রদায়িক বিভেদ ভুলে উৎসবে শামিল হয় হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’

বিজ্ঞাপন

সোমবার (৭ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় সমবেতদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আবুল হাশেম বক্কর আরও বলেন, ‘বিএনপি সরকারের আমলে এ দেশের হিন্দু সম্প্রদায় যেভাবে তাদের উৎসব-পার্বণ নির্বিঘ্নে পালন করতে পেরেছে, সেটা ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে আছে। বিএনপি সব সময় সব ধর্মের মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।’

নগরীর পাহাড়তলী রেলওয়ে হাসপাতাল কলোনী মণ্ডপ, এনায়েত বাজার ওয়ার্ডের কেদারনাথ কলোনী মণ্ডপ, মহিলা সংঘ মণ্ডপ, বাবুল ঘোষ মণ্ডপ ও বজ্রধাম মণ্ডপ, আন্দরকিল্লা বান্ডেল রোড় সেবক কলোনী মণ্ডপ পরিদর্শন করেন আবুল হাশেম বক্কর।

বিজ্ঞাপন

এসময় নগর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, শামছুল হক, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও নগর বিএনপির সহসম্পাদক আবদুল হাইসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন