বিজ্ঞাপন

সাহিত্যে নোবেল পেলেন পিটার হ্যান্ডকে ও ওলগা তোকারচুক

October 10, 2019 | 5:09 pm

আন্তর্জাতিক ডেস্ক

২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। পোল্যান্ডের সাহিত্যিক ওলগা তোকারচুক পেয়েছেন ২০১৮ সালের নোবেল পুরস্কার। এবং ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার লেখক পিটার হ্যান্ডকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দ্য সুইডিশ একাডেমি চলতি ২০১৯ এবং ২০১৮ সালের জন্য সাহিত্যে নোবেল ঘোষণা করে।

১৫ তম নারী হিসেবে নোবেল জিতলেন পোলিশ লেখিকা ওলগা। ৫৭ বছর বয়েসি এই লেখিকা আন্তর্জাতিক অঙ্গণে খুব একটা অপরিচিত নন। ২০১৮ সালে ‘ফ্লাইটস’ উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার পান তিনি।

অন্যদিকে ২০১৯ সালের নোবেল বিজয়ী পিটার হ্যান্ডকের বয়স ৭৭ বছর। ঔপন্যাসিক ও অনুবাদক হিসেবে খ্যাতিমান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যৌন হয়রানির কেলেঙ্কারীর কারণে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছিল। এবার ২০১৮ এবং চলতি বছরের পুরস্কার একসঙ্গে ঘোষণা করা হল।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই/পিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন