বিজ্ঞাপন

খুচরায় পেঁয়াজ ফের ১১০ টাকা

October 18, 2019 | 1:40 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: পাইকারি বাজারে পেঁয়াজের কেজি এখনো ৯০ থেকে ৯৫ টাকার ঘরে। সেই হিসেবে খুচরা বাজারে এর দাম ছুঁয়েছে ১১০ টাকায়। শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে আগের চেয়ে বিক্রি কমেছে বলেও জানিয়েছেন অনেক বিক্রেতা।

বিজ্ঞাপন

কারওয়ান বাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

কারওয়ান বাজারের লাকসাম বাণিজ্যালয়ের মালিক মো. হাবিবুর রহমান মোস্তফা বলেন, পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। মজুদ কম থাকায় দাম বাড়ছে।

আশসাফ নামের আরেক বিক্রেতা বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। এতে ক্ষতির মুখে পড়ছি আমরা।

বিজ্ঞাপন

পাইকারি বিক্রেতা আব্দুল খালেক বলেন, বাজারে মিয়ানমারের পেঁয়াজ নেই। দাম কম থাকলেও এর স্বাদ তেমন ভালো না। তাই ক্রেতারা তা তেমন পছন্দ করেন না। আগের চেয়ে এখন পেঁয়াজের বিক্রিও কম।

কারওয়ানবাজারে পেঁয়াজ কিনতে আসা ফার্মগেটের বাসিন্দা সোহেল রানা বলেন, দাম বাড়ায় আগের চেয়ে এখন পেঁয়াজ কম কিনি। তারপরও তো আগের চেয়ে বেশি খরচ হচ্ছে। বাজার খরচ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে, মহাখালীর বউবাজারে দেশি পেয়াজ ১১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ভারতীয় পেঁয়াজের কেজি ১০০ টাকা। এই বাজারের পেঁয়াজের বিক্রেতা আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, গত শুক্রবারের পর থেকে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজের কেজিই এখন ১০০ টাকা। ৯০ টাকায় নামলেও দেশি পেঁয়াজ এখন ১১০ টাকা। বিজয়স্মরণীর কলমিলতা বাজার ও ফার্মগেট ইন্দিরা রোডের মাহবুব প্লাজার নিচ তলার বাজারটিতেও একই দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/জেএএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন