বিজ্ঞাপন

বাংলাদেশ সিরিজ থেকে কুশল আউট, কুশল ইন

February 13, 2018 | 4:39 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছিল সফরকারী শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দেয় লঙ্কান বোর্ড। সেখানে ছিলেন ব্যাটসম্যান কুশল পেরেরা। তবে, দুই ম্যাচের কোনোটিতেই খেলা হচ্ছে না ২৭ বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) লঙ্কান বোর্ডের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভুগছেন কুশল পেরেরা। জানানো হয়, বোর্ডের মেডিকেল দলের পরামর্শেই তাকে খেলানো হবে না। নিজেদের মাটিতে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ-ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের আগে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। গত বছরের জুনেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই ইনজুরিতে পড়েছিলেন তিনি।

বাংলাদেশে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ম্যাচে খেলেছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। ম্যাচের পরই ইনজুরিতে পড়েন কুশল পেরেরা। জিম্বাবুয়ের বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলার পর বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ১ রান। আর নিজের খেলা সবশেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৪৯ রান। ২১ জানুয়ারির পর আর ব্যাট হাতে মাঠে নামেননি তিনি।

বিজ্ঞাপন

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষেই লঙ্কানদের সফর শেষ হবে। শেষ দুই ম্যাচে ছিটকে পড়ায় কুশল পেরেরার জায়গায় দলে ঢুকবেন ২৩ বছর বয়সী আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল মেন্ডিস।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১৫ ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচটি মিরপুরে হলেও শেষ ম্যাচটি হবে সিলেটে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদশ সময় বিকাল ৫টায়।

দুই ম্যাচের জন্য অধিনায়ক করা হয়েছে দিনেশ চান্ডিমালকে।

বিজ্ঞাপন

১৫ সদস্যের শ্রীলঙ্কা স্কোয়াড: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শীহান মাদুসানকা, জেফেরি ভ্যানডারসে, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপোনসো, জীবন মেন্ডিস এবং আসিথা ফার্নান্দো।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন