বিজ্ঞাপন

রাহী-আরিফুলের পক্ষে তামিম

February 13, 2018 | 7:20 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রাখা হয়েছে ১৫ সদস্যের স্কোয়াড। যার ছয়জনই এখনো অভিষেকের অপেক্ষায়। তার মানে অন্তত দুই জনের অভিষেক হবে ১৫ ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টিতে। সিনিয়র ওপেনার তামিম ইকবালের কাছে অভিষেকের দৌড়ে এগিয়ে থাকবেন আবু জায়েদ রাহী এবং আরিফুল হক।

এ প্রসঙ্গে মিরপুরে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি দুই-তিন জনের নাম মেনশন করতে পারি। স্পেশালি রাহী আমার কাছে মনে হয় ওয়েল ডিজার্ভিং। কারণ গত দুই বছর ধরে বিপিএলে টপ পারফর্মার বোলিংয়ে তার নাম রয়েছে। তাকে ডাকা হলে সে সেটার যোগ্য। আরিফুল হকও গত দুই-তিন বছর ধরে বিপিএলে সমানভাবে ভালো খেলে যাচ্ছে।’

তামিম আরও যোগ করেন, ‘আর আমরা সব সময়ই বলে থাকি তাকেই দলে ডাকা উচিৎ যে ম্যাচ শেষ করে আসতে পারবে, যে বিগ হিট নিতে পারে। সেদিক থেকে রাহী আর আরিফুলকে সুযোগ দেওয়া যেতে পারে।’

বিজ্ঞাপন

এ সময় তামিম বাংলাদেশের আগামী এক বছরের সূচি নিয়েও কথা বলেন। তিনি যোগ করেন, ‘এখন পরিস্থিতিটা একটু আলাদা। আপনি যদি দেখেন আমরা নরমালি টি-টোয়েন্টি খেলতাম খুবই কম। কিন্তু আপনি যদি আমাদের পরবর্তী ৬ মাস বা এক বছরের সূচি কেয়াল করেন, আমরা কিন্তু প্রচুর টি-টোয়েন্টি খেলবো। ওয়ানডের চেয়েও বেশি টি-টোয়েন্টি খেলা আছে পরবর্তী একবছরের মধ্যে। আমরা এখানেও ২টি ম্যাচ খেলবো, আশা করি শ্রীলঙ্কায় ৫টি খেলবো, তারপর ওয়েস্ট ইন্ডিজেও ২-৩টা টি-টোয়েন্টি আছে। তাই দলকে এখন থেকেই ভাবতে হবে। এটাই সঠিক সময় দলকে ব্যালান্স করার পরিকল্পনা করার। কারণ ২০২০ সালে ওয়ার্ল্ডকাপ আছে।’

শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে কেমন হবে টি-টোয়েন্টিতে-এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তামিম জানান, ‘গত কদিনে মনে হচ্ছে তারা ভালো করছে। তারা অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ, কিছুটা আমাদের মতোই। আমি বলবো না তারা এগিয়ে আছে। বলবো দুই দলই সমান সামর্থ্যের, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন