বিজ্ঞাপন

নেপালে বাস নদীতে পড়ে ৭ শিশুসহ ১৭ জনের মৃত্যু

November 4, 2019 | 1:27 pm

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে উত্তর-পশ্চিমের জেলা সিন্ধুপালচৌখে একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে ১৬৫ ফুট নিচের সানকসি নদীতে পড়ে যায়। রোববার (৩ নভেম্বর) এ দুর্ঘটনায় সাত শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫০ জন। নেপালের সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

বিজ্ঞাপন

জেলার সরকারি মুখপাত্র গোমা দেবী বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, ১৭ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। চালকসহ ৫০ জন আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় উদ্ধারকর্মীরা পুলিশ ও সেনাবাহিনীর সাথে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। তবে এখনও কিছু যাত্রী নিখোঁজ রয়েছেন। যেহেতু, যাত্রীদের কোনো সুনির্দিষ্ট তালিকা ছিল না, তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কতজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

তবে, এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নেপালে এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে। বেশীরভাগ ক্ষেত্রেই, এসব দুর্ঘটনার জন্য সড়কের বেহাল দশা, গাড়িগুলোর করুণ অবস্থা এবং ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোই দায়ী থাকে।

সারাবাংলা/একেএম

Tags: , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন