বিজ্ঞাপন

ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান মাহমুদউল্লাহ

February 14, 2018 | 5:12 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

শীতের শেষে প্রকৃতি শোনাচ্ছে বসন্তের আবাহন। তবে আপাতত বাংলাদেশের জন্য এ বসন্ত শুধুই ‘রোদনভরা’। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, টেস্ট সিরিজে হারের পর বসন্তের রঙ কীভাবেই বা লাগবে? মাহমুদউল্লাহ অবশ্য টি-টোয়েন্টি সিরিজের আগে এসব নিয়ে ভাবছেন না। বরং আজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলে ছড়িয়ে দিচ্ছেন উপভোগের মন্ত্র।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু বিকেল ৫টায়।

টেস্ট আর ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টির মেজাজ আলাদাই। সেটাই আজ সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিলেন মাহমুদউল্লাহ, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আপনাকে উপভোগ করতে হবে । আবহাওয়াটাও উপভোগ করতে হবে। সব কিছুই আপনাকে উপভোগ করতে হবে। চাপ তো সব সময়ই থাকবে, নতুন খেলোয়াড় আছে। বিপিএলে যে আবহ থাকে ওটার থেকে এটা ভিন্ন। ওই জিনিসগুলো চিন্তা না করে যদি আপনি আপনার কাজটা করেন…ব্যাটিং হোক-বোলিং হোক বা ফিল্ডিং হোক। যেই মুহূর্তে যেই কাজটুকু করতে যাচ্ছি সেই কাজটুকু ঠিক মতো কাজে লাগাতে পারলে সেটাই যথেষ্ট।’

বিজ্ঞাপন

মিরপুর টেস্টে বাংলাদেশ স্পিন-ফাটকা খেলেই নিজেদের পাতা ফাঁদে পড়েছে। তবে টি-টোয়েন্টিতে আক্রমণের বিকল্প দেখছেন না বাংলাদেশের নতুন অধিনায়ক, ‘টি-টোয়েন্টিতে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলা উচিত। ব্যর্থতা নিয়ে যদি চিন্তা করেন টি-টোয়েন্টিতে সাফল্যের পরিমাণটাও কমে যাবে। এটা কাটাতে পারলে ভালো কিছু করা সম্ভব। আমাদের দলের যারা আছি সবাইকেই ওই বার্তা দেওয়ার চেষ্টা করছি যে, ভীতি বা ব্যর্থতা নিয়ে চিন্তা না করে ইতিবাচকভাবে ভালো খেলার চিন্তা করা দরকার।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ডও খুব একটা ভালো নয়। তবে শ্রীলঙ্কা মাটিতে সর্বশেষ সিরিজে ড্র করে এসেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ এই সিরিজে নিজেদের সামর্থ্য প্রমাণ করার সেই বার্তাই দিতে চান, ‘প্রথমে একটা কথা বলতে চাই টি-টোয়েন্টি ক্রিকেট আলাদা একটা ফরম্যাট। টেস্ট-ওয়ানডেতে যেভাবে পারফর্ম করছিলাম ঘরের মাটিতে ওই প্রত্যাশা আমরাই তৈরি করেছি সবার মনে। এবার সেই ফলটা দেখাতে পারিনি। আমার যেটা মনে হয় আমাদের টি-টোয়েন্টি সামর্থ্যের উপর একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই সিরিজে একটা বার্তা দেওয়ার আছে বাকি বিশ্বকে। এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। সেটাই আমরা দিতে চাই।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন