বিজ্ঞাপন

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

December 7, 2017 | 3:46 pm

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে লক্ষ্মী রাণী দাস (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার তেরছি গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে গৃহবধূর স্বামী ও তার পরিবার সদস্যরা।

তালা থানার এসআই রফিকুল ইসলাম  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় লক্ষ্মী রাণীর পরিবার মামলা করেছে।

তিনি আরো জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

গৃহবধূর দাদা গোরা চাঁদ বসু জানান, যৌতুকের দাবিতে বিপুল প্রায়শই তার নাতনিকে নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় রাতে বিপুল, তার বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা লক্ষ্মী রাণীকে পিটিয়ে হত্যা করে। পরে প্রচার করে যে. গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে।

লোকমুখে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গিয়ে আমরা দেখি লক্ষ্মী রাণীকে বারান্দায় শুইয়ে রাখা হয়েছে। তার শরীরের হাঁটু, গলা, মাথা, নাকসহ বিভিন্ন অংশ থেঁতলানো, রক্ত ছড়িয়ে পড়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ মর্গে নিয়ে যায়।

নিহত লক্ষ্মী রাণী দাস ওই গ্রামের বিপুল চন্দ্র দাসের স্ত্রী ও কেশবপুর উপজেলার অসীম কুমার দাসের মেয়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেএইচ/আরসি/একে

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন