বিজ্ঞাপন

সার্ভারে ক্রটি ইসির, এনআইডি সেবা বন্ধ

November 27, 2019 | 2:06 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সার্ভার আপগ্রেডেশনের কাজ চলার কারণে বন্ধ রয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা। রোববার (১ ডিসেম্বর) থেকে ফের এনআইডি সেবা কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে নির্বাচন অফিসে যোগাযোগ করা থেকে বিরত থাকার কথা বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) এইডি উইংয়ের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানান, সার্ভারের কাজ চলায় আপাতত এ কার্যক্রম বন্ধ রয়েছে। আশা করছি বৃহস্পতিবার নাগাদ এই সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরও আমরা বৃহস্পতিবার হাতে রেখেছি, যাতে নাগরিকরা এসে অহেতুক হয়রানি না হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার থেকে যথারীতি এ সেবা পাবেন তারা।

তিনি বলেন, ‘রোববার থেকে পুনরায় এনআইডি সংশোধন, স্থানান্তর, পরিচিতি যাচাই, হারানো কার্ড উত্তোলন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ফের শুরু হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন