বিজ্ঞাপন

আবাহনীর প্রতিপক্ষ ফের ভারতের ব্যাঙ্গালুরু!

February 16, 2018 | 4:37 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

শেষ এএফসি কাপেও মুখোমুখি হয়েছে দু’দল। এবারও এএফসি কাপের চূড়ান্ত পর্বে দেখা হচ্ছে দেশের লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও ভারতের ব্যাঙ্গালুরু এফসি।

বাছাইপর্বের বাধা পেরিয়ে যাওয়া মালদ্বীপের টিসি স্পোর্টস নিজের মাটিতে প্লে অফের প্রথম ম্যাচ হেরেছে ব্যাঙ্গালুরুর কাছে। ৩-২ গোলের ব্যধানে অ্যাওয়ে ম্যাচ জিতে নিয়েছে ভারতের ক্লাবটি।

এর আগে বাছাইপর্বে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে হোম আর অ্যাওয়ে মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে নিয়েছিল টিসি। প্লে অফের প্রথম ম্যাচে হেরে বলতে গেলে বিদায় হচ্ছে তাদের। কারণ ব্যাঙ্গালুরুর মাটিতে ১-০ গোলে জয় পেলেও চলে যাচ্ছে ভারতের ক্লাবটি। টিসিকে জিততে হবে ২-০ ব্যবধানে।

বিজ্ঞাপন

সেটা হয়তো সম্ভব না হলে ব্যাঙ্গালুরুকে পাচ্ছে আবাহনী।

তাদের ম্যাচে অবশ্য মালেতে প্রথমে ২-০তে এগিয়ে গিয়েছিল ব্যাঙ্গালুরু। পরে টিসি স্পোর্টস ২-২এ সমতা আনলেও ৭৮ মিনিটে জয় সূচক গোল করে ভারতীয় ক্লাব। চূড়ান্ত পর্বে আবাহনীর মতোই তৃতীয় প্রতিপক্ষের অপেক্ষায় ভারতের আইজল এফসি ও মালদ্বীপের নিউ রেডিয়েন্টে। ৭ মার্চ আবাহনী ও নিউ রেডিয়েন্টের খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন