বিজ্ঞাপন

রোহিঙ্গা ইস্যুতে লজ্জাবোধ করছি: মার্কিন কংগ্রেসম্যান

December 7, 2017 | 5:44 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা সঙ্কটে নিজ দেশের ভূমিকায় লজ্জিত বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান এলিয়ট এল অ্যাঞ্জেল।

গত মঙ্গলবার হাউস অব কংগ্রেসে দেওয়া এক বক্তব্যে কংগ্রেসম্যান অ্যাঞ্জেল রোহিঙ্গা সঙ্কট সমাধানে তার দেশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বলেন, ‘আমরা এ জন্য লজ্জাবোধ করছি। রোহিঙ্গা সঙ্কটে আমাদের এর চেয়ে বেশি কিছু করার রয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে তার বক্তব্যকে গণমাধ্যমে পাঠিয়ে ঢাকার পররাষ্ট্র দপ্তর বলছে, এ ধরনের বক্তব্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপকে আরও জোরালো করবে।

বিজ্ঞাপন

হাউস অব কংগ্রেসের স্পিকারকে সম্বোধন করে দেওয়া বক্তব্যে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ চালানোয় বার্মিজ সেনাবাহিনীর কড়া সমালোচনা করে কংগ্রেসম্যান অ্যাঞ্জল বলেন, ‘দেশটির সেনাবাহিনী কর্তৃক চালানো অপারেশনে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে গেছে তারা ক্ষুধা আর অপুষ্টিতে ভুগছে অথচ বার্মিজ সেনাবাহিনী এ অত্যাচারের চিহ্ন ঢাকতে এখন জোর প্রচারণা চালাচ্ছে।’

গত মাসে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের করা রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ প্রতিনিধি বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য একটি চুক্তি করেছে, কিন্ত এ চুক্তির অনেক কিছুই অস্পষ্ট। রোহিঙ্গাদের কখন ফিরিয়ে নেওয়া হবে কিংবা তারা ফিরে যেতে আগ্রহী কি-না, সে বিষয়ে স্পষ্ট কোনো শর্ত নেই। ’

এর আগেও বেশ কজন মার্কিন প্রতিনিধি রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযানের ফলে মিয়ানমার সরকারের কঠোর সমালোচনা করেন। তারই ধারাবাহিকতায় এবার কংগ্রেসম্যান ইলিয়ট এল অ্যাঞ্জেলের এমন সমালোচনাকেও ইতিবাচক হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘রোহিঙ্গা সঙ্কট সমাধানে কংগ্রেসম্যান অ্যাঞ্জেলের বক্তব্যকে আমরা ইতিবাচকভাবে দেখছি। বিচ্ছিন্ন হলেও এমন বক্তব্য মিয়ানমারের ‍ওপর থাকা আন্তর্জাতিক চাপকে আরও জোরালো করবে বলে মন্তব্য করেন তিনি।

সারাবাংলা/এমএস/এমআই

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন