বিজ্ঞাপন

ভিসিকে অনিয়মের কথা জানালেও লাভ হয় না: ডাকসু ভিপি

December 1, 2019 | 4:29 pm

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট

ঢাবি: উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানকে বিভিন্ন অনিয়মের কথা জানালেও কোনো লাভ হয় না বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। তার অভিযোগ ডাকসুর সভাপতি না হয়ে ভিসি ডাকসুলীগের সভাপতি হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নুরুল হক নুর। তিনি বলেন, ‘উপাচার্যকে বিভিন্ন অনিয়মের কথা জানিয়েও কোনো লাভ হয় না। তার কাছ থেকে আমরা পক্ষপাতমূলক আচরণ পেয়ে আসছি।’ এ সময় তিনি হুঁশিয়ারি দেন, শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না দিলে আন্দোলনে নামা হবে।

ভিপি নুর বলেন, ‘আগে শিক্ষকরাও ছাত্রলীগের হাতে জিম্মি ছিল। আমরা যদি আগের ঘটনাগুলো পর্যবেক্ষণ করি তাহলে এর প্রমাণ পাব। আর এই অচলাবস্থা চালু রাখতে প্রশাসন ও ছাত্রলীগ ডাকসুকে অকার্যকর করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি বুয়েটের শিক্ষার্থীদের মতো চাপ ‍সৃষ্টি করতে পারেন তাহলে তাদের দাবি পূরণ হবে।’

সর্বশেষ গত ২৯ নভেম্বরে উপাচার্যের বাসায় ভিপি ও সমাজসেবা সম্পাদকের ছাড়াই ডাকসুর মিটিং হয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘এটি খুব দুঃখজনক এবং নিয়মনীতি পরিপন্থী। এ ছাড়াও গত ২০ নভেম্বর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে নিয়ে মিটিং করে তা ডাকসুর মিটিং বলে অভিহিত করা হয়। ডাকসুর জিএস এর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও নৈতিক স্খলনের স্পষ্ট অভিযোগ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/একে

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন