বিজ্ঞাপন

সম্পর্ক উন্নয়নে মিয়ানমার সফরে যাচ্ছেন সেনাপ্রধান

December 4, 2019 | 5:07 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ-মিয়ানমারের সম্পর্ক যে অবস্থায় আছে তা থেকে আরও ভালো করার জন্য আগামী ৮ ডিসেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেনাবাহিনী প্রধান গণমাধ্যকর্মীদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘দুই দেশের মিলিটারি টু মিলিটারি সম্পর্ক কিভাবে বাড়ানো যায়, এই সফরের এটাই মুখ্য উদ্দেশ্য। দুদেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণসহ সার্বিক উন্নয়ন সফরের মুখ্য উদ্দেশ্য। সম্পর্ক যে অবস্থায় আছে তার থেকে আরও ভালো করার জন্যই এই সফর। কেননা দুই দেশের মধ্যে যত এনগেইজমেন্ট বাড়বে ততই সম্পর্কের উন্নয়ন হবে।’

জানা গেছে, আসন্ন সফরের সঙ্গে চলমান রোহিঙ্গা সংকটের কোনো সম্পৃক্ততা নেই। দুদেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম এবং দুই দেশের বাহিনীর মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়া এই সফরের মূল উদ্দেশ্য। আসন্ন সফরে সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাপ্রধান।

বিজ্ঞাপন

এর আগে গত ২৭ নভেম্বর, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্পেন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মোলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সেনাপ্রধানের এই সফর দুদেশের জন্য মঙ্গলজনক হবে। বাংলাদেশের সেনাপ্রধান মিয়ানমার সফরে গেলে দেশের মঙ্গল হবে। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে সংকটের সমাধান করতে।

সারাবাংলা/জেআইএল/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন