বিজ্ঞাপন

পা হড়কালেই বিপদ বাড়বে বার্সার!

February 17, 2018 | 6:16 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগায় উড়তে থাকা বার্সেলোনাকে সবশেষ দুই ম্যাচে রুখে দিয়েছে তলানির দুই দল এস্পানিওল এবং গেটাফে। গোলশূন্য ড্রয়ে বার্সার পয়েন্টে ভাগ বসিয়েছে তারা। লা লিগায় আজ রাতের ম্যাচে এইবারের বিপক্ষে মাঠে নামবে বার্সা। মাঠে নামার আগে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন কাতালান কোচ আরনেস্টো ভালভারদে।

বার্সার কোচের কাছে এই ম্যাচে পা হড়কালেই বিপদ বাড়বে শীর্ষে থাকা বার্সার। সুযোগ নেবে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সার থেকে মাত্র ৭ পয়েন্ট দূরে অবস্থান করছে অ্যাতলেতিকো।

চলতি মৌসুমে এখনও লা লিগায় হারেনি মেসি-সুয়ারেজদের বার্সা। আসন্ন ম্যাচেও ফেভারিটের জায়গায় এগিয়েই থাকবে বার্সা। তারপরও সতর্ক বার্সা কোচ, ‘আমরা এগিয়েই থাকবো। তবে, ম্যাচে শারীরিক দিকের চেয়ে খেলাটা অনেকটাই মানসিক। এইবারের বিপক্ষে ম্যাচটিও আমাদের কাছে সমান গুরুত্ব পাচ্ছে। লিগ যত শেষের পথে যাবে ততই প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। আমাদের কাছে বাকি ১৫টি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। সামান্য পা হড়কালেই তার সুযোগ নেবে অ্যাতলেটিকো।’

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলবে বার্সা। তবে, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এখনই ভাবছেন না ভালভারদে। তিনি যোগ করেন, ‘এখন আমরা চেলসির বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি না। আমাদের আবারও ছন্দে ফিরতে হবে এবং লিগের ম্যাচগুলোই আমাদের জন্য বেশ গুরুত্বের। লিগের ম্যাচে এইবারের বিপক্ষে তিন পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ম্যাচের আগে ফুটবলারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।’

২৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা এইবারের বিপক্ষে মুখোমুখি সবশেষ ৭ ম্যাচে বার্সা গোল করেছে ২৬টি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন