বিজ্ঞাপন

রাতে সিটির মাঠে বছরের শেষ ম্যানচেস্টার ডার্বি

December 7, 2019 | 8:54 am

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যানচেস্টার ডার্বিতে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। এটিহাডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

১৫ ম্যাচে ১০ জয় পাওয়া গার্দিওলা এবং তার শিষ্যরা রেড ডেভিলদের চেয়ে এবারের মৌসুমে বেশ এগিয়েই রয়েছে। কারণ প্রতিপক্ষ ওলে গানার শিষ্যদের যে জয় মাত্র ৫ ম্যাচে। ফলে নিজেদের মাঠে সব দিক দিয়েই এগিয়ে থেকে খেলতে নামবে সিটিজেনরা।

তবে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান এগিয়ে রাখছে সফরকারীদের। প্রিমিয়ার লিগে নিজেদের মোট ১৫৫ দেখায় স্বাগতিকদের জয় ৪৭ ম্যাচে এবং রেড ডেভিলদের জয় ৬১ ম্যাচে। যদিও নিজেদের সর্বশেষ ৫ দেখায় ৩ বারই শেষ হাসিটা হেসেছে গার্দিওলা শিষ্যরা।

ইনজুরির কারণে আজ ডার্বিতে সিটিজেনদের শিবিরে থাকতে পারছেন না সার্জিও আগুয়েরো, অ্যামেরিক লাপোর্তে এবং লেরয় সানে। অপরদিকে রেড ডেভিলরা আজ সার্ভিস পাবে না মার্কো রোহো, পগবা এবং ডিয়েগো ড্যালটের।

বিজ্ঞাপন

১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় দল হিসেবে রয়েছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে সমসংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সারাবাংলা/এনএ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন