বিজ্ঞাপন

মিয়ানমারের প্রতি এবার ইইউর নিষেধাজ্ঞা আসছে

February 17, 2018 | 10:55 pm

এম এ কে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মতো অমানবিক নির্যাতন করায় মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ২৬ ফেব্রুয়ারি ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিষেধাজ্ঞার বিষয়ে ঘোষণা আসতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র এবং কানাডা সরকার মিয়ানমারের ওপর নিষেধ্বাজ্ঞা আরোপ করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘ইইউর সংসদীয় দলের প্রতিনিধিরা বলেছেন, ইইউ সংসদে রোহিঙ্গা ইস্যুতে নতুন করে আরও একটি রেজুলেশন পাস করবে। যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে মিয়ানমারের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া যায়।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ‘ইইউ বলেছে যে, তারা মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।’

মানবাধিকার সংক্রান্ত ইইউর পরিচালক লটি লাইকট এক বার্তায় বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমাদের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ইইউ মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবে। যেমনটি নিয়েছে কানাডা।’

এদিকে, গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার কানাডা সরকার মিয়ানমারের মেজর জেনারেল মোঙ মোঙ সো-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মতো অমানবিক কর্মকাণ্ড ঘটানোর দায়ে মেজর জেনারেল মোঙ মোঙ সোকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে কানাডা বিশ্ববাসীর কাছে আবেদন করেছে।

বিজ্ঞাপন

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক বার্তায় বলেন, ‘যেখানে গণহত্যার মতো নারকীয় অপরাধের ঘটনা ঘটে, সেখানে কানাডা চুপ করে থাকতে পারে না। মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্য সংখ্যালঘু জনগোষ্ঠী, যারা নিজেদের অধিকার রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদের প্রতি কানাডার পূর্ণ সংহতি রয়েছে।’

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আরও বলেন, ‘মিয়ানমারের যে সকল সেনা ও সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি গণহত্যার মতো নারকীয় অপরাধের সঙ্গে যুক্ত, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন চায় নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার এবং যথাযথ মর্যাদা নিয়ে মিয়ানমারে নিজেদের বসত-ভিটায় ফিরে যাক। এ জন্য এই জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা এবং সমর্থন অব্যাহত রাখবে সংস্থাটি।

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন