বিজ্ঞাপন

গণতন্ত্র আইনের মশারি ঢাকা তুলতুলে বিছানা : ইনু

February 18, 2018 | 6:44 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘গণতন্ত্র হচ্ছে আইনের শাসন। আমার ভাষায় গণতন্ত্র হচ্ছে আইনের মশারি ঢাকা একটি তুলতুলে বিছানা। আইনের এ মশারির ভিতর গণতন্ত্র চর্চা হয়, এই স্বচ্ছ মশারির ভিতর থেকে বাইরে দেখা যায়। আবার বাইরে থেকে ভিতরে দেখা যায়। কিন্তু বাইরের পোকামাকড় ভিতরে প্রবেশ করতে পারে না। অর্থাৎ অনভিপ্রেত উৎপাত থেকে গণতন্ত্র নিরাপদ থাকে।’

রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব এ মশারিকে আরও স্বচ্ছ কাঁচের ঘরে পরিণত করেছে। একই সাথে তথ্য ও যোগাযোগ সকল মানুষকে ক্ষমতায়িত করেছে। সরকারের অন্দরমহলে আলো ফেলেছে। প্রশাসনকে আরও জবাবদিহিমূলক করেছে। আগে বন্দুকের নল থেকে ক্ষমতা উৎসারিত হতো। এখন ক্ষমতা উৎসারিত হয় ব্যালট ও মাউস থেকে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সংবিধান ও বিচার বিভাগ মেনে গণমাধ্যমে আমাদের মানুষের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। আইনের মশারি ঢাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কাঁচের দেয়ালে ঢাকা গণতন্ত্রের তুলতুলে বিছানাকে নিরাপদ রাখতে হবে।’

সারাআবাংলা/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন