বিজ্ঞাপন

ডাকসুতে হামলা: ভিপি নুরসহ সবাই শঙ্কামুক্ত

December 23, 2019 | 11:18 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনে ভিপি নুরুল হক নুরসহ ছাত্রদের ওপর হামলার ঘটনায় তুহিন ফারাবির লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। তাকে এখন নিউরোলোজিতে স্থানান্তর করা হবে। এছাড়া, ডাকসু ভিপি নুরুল হক নুর, আমিনুল, সোহেলসহ ৫ জনের অবস্থা শঙ্কামুক্ত।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন। এর আগে ঢামেক আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিনও এসব তথ্য জানান।

রোববার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার সমর্থকদের ওপর যৌথভাবে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ হামলা করে বলে অভিযোগ উঠে। এ হামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়। তবে মুক্তিযুদ্ধ মঞ্চের দাবি, তারা হামলায় জড়িত নয়, সাধারণ শিক্ষার্থীরা ভিপি নুরকে প্রতিহত করেছে। অন্যদিকে ছাত্রলীগ বলছে, হামলার ঘটনায় অংশগ্রহণকারীদের ‘নিবৃত্ত করতে’ তারা ঘটনাস্থলে গিয়েছিলেন।

হামলার এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে ৫ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনার সময় সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা শুরু করে মুক্তিযুদ্ধ মঞ্চ, পরে তাদের সঙ্গে যোগ দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাস্থলে সহকারী প্রক্টররা উপস্থিত থেকেও হামলা থামাতে পারেননি।

আরও পড়ুন-

ভিপি নুরকে কেবিনে স্থানান্তর

বিজ্ঞাপন

ঢাবিতে হামলার শুরু করে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’, শেষ করে ‘ছাত্রলীগ’

ঢাবিতে সংঘর্ষ: লাইফ সাপোর্টে শিক্ষার্থী অধিকার মঞ্চের ফারাবি

সারাবাংলা/এসআর/জেএএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন