বিজ্ঞাপন

ঝাঁঝালো পিসিবি, সিদ্ধান্ত বদলাবে বিসিবি?

December 23, 2019 | 9:14 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে (বিসিবি) পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে শুধুই টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আর টেস্ট সিরিজ খেলবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিসিবি’র দেওয়া এই প্রস্তাবে রাজি নয়। তারা চাইছে, টেস্ট ও টি-টোয়েন্টি দু’টি সিরিজই তাদের মাটিতে হোক। এ বিষয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বেশ ঝাঁঝাঁলো স্বরেই বলেছেন, ‘পাকিস্তানের বাইরে এই পাকিস্তান কোনো ম্যাচই খেলবে না।‘

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে চাইছে না মূলত নিরাত্তার বিষয়টি মাথায় রেখে। তিনটি টি-টোয়েন্টিসহ দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে প্রায় এক মাস টিম বাংলাদেশকে পাকিস্তানে অবস্থান করতে হবে। বিসিবি তা চাইছে না। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দলের কাছে তাদের নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেছে। এবং তারা আশ্বস্ত করেছে সফরকারী দলটিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু তারপরেও গত পরশু বিসিবি কার্যালয়ে সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এই সফরে টি-টোয়েন্টি সিরিজের সিদ্ধান্তে অটল থেকেছেন।

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে যে আমরা ওখানে বেশি সময় অবস্থান করার পক্ষপাতি নই। সেক্ষেত্রে যে তিনটি টি-টোয়েন্টি আছে সেই ম্যাচগুলো আমরা খেলতে চাচ্ছি এবং দু’টি টেস্ট ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা যেতে পারে।‘

বিজ্ঞাপন

সংবাদ মাধ্যমকে তাদের অবস্থান জানানোর ঠিক দুই দিন পরে বেশ চড়া কণ্ঠেই নিজেদের অবস্থান জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এহসান মানি বলেছেন, ‘পাকিস্তান তাদের মাটিতেই টেস্ট খেলবে। এ ব্যাপারে কারও ভুল বোঝার কোনো সুযোগ নেই। এখন থেকে বাংলাদেশ অথবা যে কোনো দলের বিপক্ষে পাকিস্তান তাদের মাটিতেই খেলবে। আমি আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টিকে বিবেচনায় নেবে। এবং তাদের পাকিস্তান সফর না করার কোনো কারণই আমি দেখি না।‘

তাছাড়া দেশটিতে সফরকারী শ্রীলঙ্কার উদাহরণ টেনে তিনি বলেন, ‘যদি শ্রীলঙ্কা পাকিস্তানে আসতে পারে- যদিও তাদের এখানে আনা বড় ঝুঁকি ছিল। কিন্তু দেখেন ওরা নিরাপদেই আছে। যদি ছোট খাট কোনো দুর্ঘটনাও ঘটত মানুষ বলত এখানে আসাটা নিরাপদ নয়। কিন্তু তারা আমাদের বিশ্বাস করেছে এবং এসেছে। এবং তারা এও বলেছে, সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ থাকলে আরও ভালো হতো। কারণ তারা যা শুনেছে এবং যা দেখছে তা এক নয়।‘

আকরাম খান

বিজ্ঞাপন

পিসিবি সভাপতির ঝাঁঝালো বক্তব্যের পরপরই বিষয়টি নিয়ে সারাবাংলা কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের সঙ্গে। জানতে চেয়েছে পিসিবির এই বক্তব্যের পর বিসিবি কি তাদের সিদ্ধান্ত বদলাবে? উত্তরে আকরাম বললেন, ‘এটা এখনই বলতে পারব না। আমরা এটা নিয়ে বসব। হয়ত কাল পরশু বসে সিদ্ধান্ত নিব। ওরা কি বলছে না বলছে এটা ব্যাপার না। আমাদের তো আমাদের ব্যাপারটা দেখতে হবে।‘

প্রসঙ্গত, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আসছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে শুধুই তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে।

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন