বিজ্ঞাপন

সেরাদের তালিকায় নেই কোনো বাংলাদেশি

February 19, 2018 | 4:02 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ক্রিকেটের জনপ্রিয় মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো ২০১৭ সালের সেরা পারফর্মারদের নাম ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পাননি। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, স্পিনার নাথান লায়ন, আফগানিস্তানের স্পিনার রশিদ খান, ক্যারিবীয়ান নতুন দানব এভিন লুইস, পাকিস্তানের ফখর জামান ও মোহাম্মদ আমিরের মতো তারকারা জায়গা পেয়েছেন সেখানে।

ক্রিকইনফো প্রতিবছর অ্যাওয়ার্ড দেয় বছরের সেরা পারফরম্যান্সকে বিবেচনা করে। তিন ধরনের ক্রিকেটে ব্যাটিং, বোলিংয়ে সেরা পারফরম্যান্স বাছাই করে ওয়েবসাইটটি। এরপর সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রিকইনফোর সিনিয়র সম্পাদকদের নিয়ে গঠিত জুরি বোর্ডের ভোটে নির্বাচিত হয় সেরা পারফরম্যান্স।

গত বছর পুনেতে ভারতের বিপক্ষে ১০৯ রানের সময়োপযোগী ইনিংস খেলে টেস্টের সেরা পারফরমার হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। একই বছর ব্রিসবেনের গ্যাবায় তারই করা ১৪১ ও হেডেংলিতে ওয়েস্ট ইন্ডিজের শাহি হোপের ম্যাচ জেতানো সেঞ্চুরিকে পেছনে ফেলেন স্মিথ।

বিজ্ঞাপন

এদিকে, বেঙ্গালুরুতে ৫০ রানে ৮ উইকেট নেওয়া নাথান লায়ন করেছেন টেস্টের সেরা বোলিং পারফরম্যান্স।

ওয়ানডেতে সেরা ব্যাটিং পারফরম্যান্স করেছেন পাকিস্তানের ফখর জামান। ধারাবাহিকতা ধরে রেখে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতান তিনি। ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কারটি পেয়েছেন মোহাম্মদ আমির। টি-টোয়েন্টির সেরা পারফরম্যান্স করেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্যাটসম্যান এভিন লুইস আর বোলিংয়ে সেরা হয়েছেন ভারতের স্পিনার যুভেন্দ্র চাহাল।

এদিকে ইংল্যান্ড নারী দলকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক হিদার নাইটকে সেরা দলনেতা হিসেবে বিবেচিত করা হয়েছে। তিনি পেছনে ফেলেন স্মিথ, বিরাট কোহলি ও সরফরাজ আহমেদকে। এবারই প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে নারী কোনো ক্রিকেটারকে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন

ক্রিকইনফোর অ্যাওয়ার্ড বিজয়ী যারা:
১. সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স-স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

২. সেরা টেস্ট বোলিং অ্যাওয়ার্ড-নাথান লায়ন (অস্ট্রেলিয়া)

৩. ওয়ানডের সেরা ব্যাটিং পারফরম্যান্স-ফখর জামান (পাকিস্তান)

৪. ওয়ানডেতে সেরা বোলিং পারফরম্যান্স-মোহাম্মদ আমির (পাকিস্তান)

বিজ্ঞাপন

৫. সেরা অধিনায়ক-হিদার নাইট (ইংল্যান্ড)

৬. টি-টোয়েন্টির সেরা ব্যাটিং পারফরম্যান্স- এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)

৭. টি-টোয়েন্টির সেরা বোলিং পারফরম্যান্স-যুভেন্দ্র চাহাল (ভারত)

৮. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার-কুলদীপ যাদব (ভারত)

৯. অ্যাসোসিয়েটদের মাঝে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স-রশিদ খান (আফগানিস্তান)

১০. অ্যাসোসিয়েটদের মাঝে বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্স-কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড)

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন