বিজ্ঞাপন

মহারাষ্ট্র মন্ত্রিপরিষদে ৩৬ নতুন সদস্যদের শপথ

December 30, 2019 | 3:56 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্র মন্ত্রিপরিষদে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কংগ্রেস দলের (এনসিপি) অজিত পাওয়ার। তার সাথে আরও ৩৫ মন্ত্রী শপথ নিয়েছেন সোমবার (৩০ ডিসেম্বর)। স্থানীয় সময় দুপুরে ৩৬ নতুন মন্ত্রিপরিষদ সদস্যকে শপথ পাঠ করান মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কশারি। নতুন সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে আদিত্য ঠাকরে বাবা উদ্ধব ঠাকরের মন্ত্রিসভায় যুক্ত হলেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

বিজ্ঞাপন

এদের মধ্যে, একজন উপমুখ্যমন্ত্রী, ২৫ মন্ত্রী এবং ১০ প্রতিমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন। ভারতীয় কংগ্রেস দল থেকে ১০ জন, এনসিপি থেকে ১২ জন,  শিবসেনা থেকে ৯ জন, স্বতন্ত্র ৩ জন।

এর আগে, নির্বাচনে জোটবদ্ধভাবে জয় পাওয়ার পরও মুখ্যমন্ত্রী পদ নিয়ে সৃষ্ট টানাপোড়েনে বিজেপি-শিবসেনা জোট ভেঙ্গে যায়। নানা নাটকীয়তার পর শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার ৩২ দিন পর মহাবিকাশ আঘাদি জোটের সদস্যদের নিয়ে পূর্নাঙ্গ মন্ত্রিপরিষদ প্রকাশিত হলো।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন