বিজ্ঞাপন

দুই সিটিতে মেয়র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়ন বাতিল

January 2, 2020 | 10:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে চূড়ান্ত বাছাই শেষে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এবং ৪৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ডিএনসিসি ও ডিএসসিসি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ডিএনসিসি’তে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, ১৫ জন সাধারণ কাউন্সিলর এবং দুইজন নারী কাউন্সিলর প্রার্থীসহ ১৮ জনের মনোননয়পত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে, ডিএসসিসি’তে সাত মেয়র প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই সিটিতে সংরক্ষিত ওয়ার্ডের ২ জন নারী কাউন্সিলর প্রার্থী ২৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীসহ মোট ২৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

দুই সিটিতে কাউন্সিলর প্রার্থী
ডিএনসিসি’র নির্বাচনে যাচাইবাছাই শেষে ৪৪৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। এর মধ্যে ৫৪টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩৫৯ জন এবং ১৮টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৮৭ জন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ডিএসসিসিতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৫৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। এর মধ্যে ৭৫টি সাধারণ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৪৩৪ জন এবং ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ১০০ জন।

দুই সিটিতে মেয়র প্রার্থী ১৩ জন
ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মনোনয়পত্র বাছাই শেষে মেয়র পদে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

এর মধ্যে, ঢাকা উত্তর সিটি করপোরেশরে ৬ জন। এরা হলেন- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আতিকুল ইসলাম, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তাবিথ আউয়াল, পিডিপি থেকে বাঘ প্রতীকে শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে ফজলে বারী মাসউদ, সিপিবির সাজেদুল হক, এনপিপি’র আনিসুর রহমান দেওয়ান।

বিজ্ঞাপন

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাত জন মেয়র প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে শেখ ফজলে নূর তাপস, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. আবদুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান অরফে আয়াতউল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে বাহরানে সুলতান বাহরান, এবং গণফ্রন্ট থেকে আবদুস সামাদ সুজন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর দক্ষিণ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি এই দুই সিটি নির্বাচন হবে। গত ৩১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি। আর ৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১০ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

সারাবাংলা/জিএস/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন