বিজ্ঞাপন

বিএনপি নালিশ পার্টি: তোফায়েল

January 6, 2020 | 4:40 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি নালিশ পার্টি। একটা দল নির্বাচনে নেমেছে হতাশা নিয়ে। তাদের মুখে তাকালেই দেখবেন হতাশা। আর তাই নালিশ করা, কমপ্লেইন করা বিএনপির মজ্জাগত অভ্যাস।’

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে বিএনপির অভিযোগের প্রেক্ষিতে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে গণমাধ্যমের পরিচিতির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তোফায়েল আহমেদ বলেন, ‘আতিকুল ইসলাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। উনি একটা অফিস উদ্বোধন করেছেন। এটা স্বাভাবিক। কারণ নির্বাচন কাজ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ওয়ার্ড, কেন্দ্রে অফিসের প্রয়োজন হয়। এক্ষেত্রে আইনেও কিন্তু কোনো বাধা নেই। আর তাই নির্বাচনী অফিসের কার্যক্রম শুরু করা আইনের লঙ্ঘন হতে পারে না।’

তিনি বলেন, ‘সাদেক হোসেন খোকার আমলে এই বনানী গুলশানে তেমন উন্নতি হয়নি। আওয়ামী লীস সরকারের আমলে বনানী, গুলশানসহ ঢাকার যে উন্নয়ন হয়েছে তা অতীতে কেউ করতে পারেনি।

বিজ্ঞাপন

বিএনপি হতাশাগ্রস্ত এবং নালিশ করা তাদের ঐতিহ্য দাবি করে বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘নালিশ করা, কমপ্লেইন করা হলো বিএনপির ঐতিহ্য। সবসময়েই তারা এটি করে থাকে। এতে তাদের নেতাকর্মীরাও হতাশ হন। আর এই কথার মাধ্যমেই তারা হেরে যায়।’

পরিচিতি অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দলই নয়, ক্যান্টনমেন্টে তাদের জন্ম। তারা গণতন্ত্রের কথা বলে, সামরিক গণতন্ত্রের। আর এখন তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়। আমরা জনগণের পাশে থেকে রাজনীতি করতে চাই।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এক হাজার ৪০০ কেন্দ্রে কমিটি থাকবে বলেও জানান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

বিজ্ঞাপন

ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘গত নয় মাসে আমার একটি অভিজ্ঞতা হয়েছে। আমি চাইবো এটাকে সামনের দিকে এগিয়ে নিতে। আপনারা দেখেছেন, কীভাবে অতীতে কাজ করেছি। আমি সবার দোয়া চাই।’

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও তথ্য সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ চৌধুরী, মীর্জা আজম, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা জয়দেব নন্দীসহ অন্যরা।

সারাবাংলা/এসবি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন