বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার হুমকি বিএনপির

December 8, 2017 | 11:24 am

 

বিজ্ঞাপন

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন অভিযোগ করে তাঁকে এ জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় তাঁর বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছে দলটি।

শুক্রবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার  বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশি কয়েকটি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতির তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, ‘খালেদা জিয়া ও তার সন্তানরা সৌদি আরবে ‘আল আরাফা’ শপিং মল ও কাতারে বাণিজ্যিক ভবন ‘তিনারাট’–এ বিনিয়োগ করেছেন এবং তারাই এ সম্পদের মালিক। এ ছাড়া খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো কাতারে ‘ইকরা’ ভবনের মালিক।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্য’র জবাব কড়া ভাষায় দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য শুধু অশালীন নয়, এটা বেআইনি ও শাস্তিযোগ্য। এ ধরনের মিথ্যা তথ্য প্রচার বন্ধ করুন এবং মানহানিকর তথ্য প্রচারের জন্য জাতি ও খালেদা জিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা বাধ্য হবো।’

বিজ্ঞাপন

আইনানুগ ব্যবস্থাটা কী? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আইনানুগ ব্যবস্থা বলতে যা বোঝায়, আমরা তাই বুঝিয়েছি। আমরা বলেছি ক্ষমা প্রার্থনা করতে, যদি না করেন, আইনের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ব্যবস্থা নেব ।’

 

কার বিরুদ্ধে ব্যবস্থা? এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন- ‘আমার বক্তব্যটাই তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তার নামও বলেছি। আপনি প্রথম দিকে (লিখিত বক্তব্য) ডান পাশে দেখুন ‘।

বিজ্ঞাপন

খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে যারা দুর্নীতির অভিযোগ তুলেছেন, তারা এটা প্রমাণে ব্যর্থ হলে মামলার চ্যালেঞ্জ দিচ্ছেন কি না?- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বলেছি তো। সে চ্যালেঞ্জ অবশ্যই আমরা দিচ্ছি। আমাদের পুরো বক্তব্যে সেটা আছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন-‘আপনারা যেহেতু ভূয়া তথ্য প্রচার করেননি, সে জন্য আপনাদেরকে রসগোল্লা খাওয়ার কথা বলা হয়েছে, কার্ড পেয়েছেন, কত টাকা শপিং করবেন -সে কথাও বলা হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) শিষ্টাচার বহির্ভূত অশালীন ভাষায় গণমাধ্যমকে তিরস্কার করেছেন।’

বিদেশি মিডিয়ায় প্রচার হওয়া খালেদা জিয়ার দুর্নীতির খবর ভিত্তিহীন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আলজাজিরাসহ যে ক’টি মিডিয়ার উদ্ধৃতি উনি (প্রধানমন্ত্রী) দিয়েছেন এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা গুগোল সার্চ করেছি, সৌদি আরবেও যোগাযোগ করেছি- এগুলোর কোনো অস্থিত্ব নেই। এ ধরনের কোনো খবর প্রচার হয়নি। এমনকি কানাডায় যার রেফারেন্স দেওয়া হয়েছে তার কোনো অস্তিত্ব নেই বলে  আমাদের ধারণা।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেওয়ায় বিএনপির পক্ষ থেকে নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সিদ্ধান্ত থেকে সরে এসে ফিলিস্তিনিদের ন্যায্য দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সারাবাংলা/এজেড/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন