বিজ্ঞাপন

‘সিটি নির্বাচনের কোনো কাজে মন্ত্রী-এমপিরা অংশ নিতে পারবেন না’

January 8, 2020 | 5:27 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রচার কাজতো নয়ই, সিটি নির্বাচনের কোনো কার্যক্রমে মন্ত্রী-এমপিরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বিজ্ঞাপন

বুধবার (৮ জানুয়ারি) আসন্ন দুই সিটির নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘সিটির নির্বাচনের দুটি বিষয়ে স্পষ্ট ও প্রয়োজনীয় আলোচনা হয়েছে। এর মধ্যে একটি অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদেদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ। এ বিষয়ে আমরা বলেছি, বিদ্যমান আইনে যা আছে তার বাইরে যাওয়া সম্ভব না। অতি গুরুত্বসম্পন্ন কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না।’

তিনি বলেন, ‘অতি গুরুত্বপূর্ণদের মধ্যে এমপি, মন্ত্রীরা পড়েন। আইনত তারা নির্বাচনের প্রচারকার্যে অংশ নিতে পারবেন না। শুধু প্রচারকাজ নয়, কোনো নির্বাচনী কার্যক্রমেও তারা অংশ নিতে পারবেন না। তবে তারা যার যার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো বিধিনিষেধ নেই।’

বিজ্ঞাপন

ইসি কমিশনার বলেন, ‘ইভিএম কীভাবে ব্যবহার করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে, সব কেন্দ্রের জন্য ব্যাকআপ সিস্টেম থাকবে। ইভিএম আলোচনায় তারা সন্তুষ্ট হয়েছেন।’

উত্তর ও দক্ষিণে দুইজন সংসদ সদস্য আওয়ামী লীগের নির্বাচনী দায়িত্বে আছেন; তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবেন কিনা?- জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে আমি কিছু বলব না। আইনের নির্দেশের বাইরে আমরা যাব না। আইনের বাইরে যাওয়ার এখতিয়ার আমাদের নেই। ভবিষ্যতে যদি আইন পরিবর্তন হয় সেক্ষেত্রে তো আমরা কিছু বলতে পারব না।’

তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের সহায়তা দরকার। আমি বলেছি, একটি বিশেষ কারণে এই নির্বাচন আমাদের কাছে চ্যালেঞ্জ। বিশেষ কারণটা হচ্ছে ভোটার উপস্থিতি। ইভিএমে আমরা উত্তর ও দক্ষিণ সিটির ভোট করতে যাচ্ছি। স্বাভাবিক নির্বাচনের চেয়ে এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে তা আমাদের জন্য খুব একটা ভালো হবে না। ব্যালট পেপারের নির্বাচনে যেমন ভোটার উপস্থিতি ছিল ইভিএমেও যাতে এমনটা হয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন