বিজ্ঞাপন

ইউপিডিএফের বাজার বর্জনের ডাক, ক্রেতা-বিক্রেতা কম সাপ্তাহিক হাটে

January 12, 2020 | 2:41 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী পরেশ ত্রিপুরা নিহতের প্রতিবাদে ডাকা বাজার বর্জনের প্রভাব পড়েছে সাপ্তাহিক হাট-বাজারে।

বিজ্ঞাপন

রোববার (১২ জানুয়ারি) পানছড়ি প্রধান বাজারের সাপ্তাহিক হাটের দিনে পাহাড়ি ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি প্রায় দেখাই যায় নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাজার ও বিভিন্ন সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেখা গেছে।

সাপ্তাহিক হাটের দিন হলেও পাহাড়ি ক্রেতা-বিক্রেতা শুন্য ছিল উপজেলার প্রধান এ বাজার।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাজারে কেন ক্রেতা বিক্রেতা নেই জানতে চাইলে ওসি বলেন, বাজারে আসা না আসার বিষয়টি ক্রেতা বিক্রেতাদের একান্ত ব্যক্তিগত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী পরেশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বাজার বর্জন ও সোমবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে ইউপিডিএফ।

সারাবাংলা/এসএমএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন