বিজ্ঞাপন

‘মন্ত্রী-এমপি লাগবে না, আমাদের দুই মেয়র প্রার্থীই যথেষ্ট’

January 12, 2020 | 2:11 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনি যদি চ্যালেঞ্জ করেন, তাহলে বলব- আমাদের মিনিস্টার-এমপির প্রয়োজন হবে না। আমাদের দুজন ক্লিন ইমেজের মেয়র প্রার্থীই যথেষ্ট আপনি এবং বিএনপি নেতাদের ক্যাম্পেইন মোকাবিলা করার জন্য।’

বিজ্ঞাপন

রোববার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

এর আগে, ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। আজকের সভাপতি ১৭ জানুয়ারি পর্যন্ত মূলতবি করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদ আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সমাবেশে নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আইন অনুযায়ী, আপনি মন্ত্রী বা এমপি থাকলে নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। তাই আপনি মন্ত্রিত্ব এবং সংসদ সদস্যের পদ ছেড়ে দিয়ে নির্বাচনি প্রচারণা চালান। গতকাল খুব দুঃখ করে ওবায়দুল কাদের বলেছেন, যদি ফখরুল ইসলাম নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন, তাহলে আমি পারবো না কেন? একশ’ বার পারবেন। এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন। আসুন একসঙ্গে নির্বাচন করি। আইন তো তাই বলে। আইন বলে, আপনি মন্ত্রী বা এমপি থাকলে নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। তাই, আপনি মন্ত্রিত্ব এবং এমপির পদ ছেড়ে দিয়ে আসেন। আপনি নৌকার জন্য নির্বাচনি প্রচারণা চালান আর আমি ধানের শীষের প্রচারণা চালাই। দেখা যাক, জনগণ কোন দিকে থাকে। আজকে একটা কথা পরিষ্কার করে বলতে পারি, ক্ষমতা থেকে নেমে এসে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। তারপর আসুন আমরা নির্বাচন করি।’

বিজ্ঞাপন

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যতক্ষণ থেকে আচরণবিধি মেনে চলার বিষয়টও এসেছে আমি একবারও কি কোনো আচরণবিধি লঙ্ঘন করার মতো কাজ করেছি? কোনো সভা-সমাবেশে অংশ নিয়েছি? তাহলে মির্জা ফখরুল সাহেব কেন অবান্তর প্রশ্নটি করতে গেলেন? আমি শুধু তাকে বলব, আপনার চ্যালেঞ্জ করা লাগবে না। আপনি নিজে এমপি হয়ে পদত্যাগ করে একটি নাটক করেছেন। সেই নাটকে আবার আরেকজন অংশ নিয়েছে। এখানে চ্যালেঞ্জের কোনো বিষয় না। আপনি যদি চ্যালেঞ্জ করেন, তাহলে আমি বলব, আমাদের মিনিস্টার-এমপির প্রয়োজন হবে না। আমাদের দুজন ক্লিন ইমেজের মেয়র পদপ্রার্থীই যথেষ্ট আপনি এবং বিএনপি নেতাদের ক্যাম্পেইনের মোকাবিলা করার জন্য। এটির জন্য আমরা মিনিস্টার আর এমপিদের নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজন নেই। আমাদের দুজন মেয়রপ্রার্থী ক্লিন ইমেজের, স্বচ্ছ ভাবমূর্তির এবং তারা নিজেরাই যথেষ্ট আপনাদের মোকাবিলা করার জন্য। এখানে এমপি-মিনিস্টারের কোনো প্রয়োজন হবে না।’

নির্বাচন কমিশনের নির্বাচনি আচরণবিধিরর কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার টিম লিডার হিসেবে আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এখন দায়িত্বে থাকতে পারবেন তাহলে কি আওয়ামী লীগ অন্য কাউকে দায়িত্ব দেবে-এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনি ক্যাম্পেইনের বাইরেও আমাদের পার্টির অনেক কাজ আছে। সেটি তারা করবেন। সেটি তারা ঘরোয়াভাবে করবেন। তারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন না। এটি আমাদের দলীয় সিদ্ধান্ত।’

ইসির আচরণবিধি অনুযায়ী তারা টিম লিডার হিসাবেও থাকতে পারবেন এমন প্রশ্নের জবাবে কাদের আরও বলেন, ‘আমরা আমাদের দলীয় কমিটি তো করতে পারি। তারা তো ক্যাম্পেইনে থাকবে না।’

বিজ্ঞাপন

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে মুজিববর্ষ উদযাপন জাতির মন জয় করতে পারবে না-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ভুয়া জন্ম দিবসে মির্জা ফখরুল সাহেব কেক কাটলে কী মন জয় করা যাবে?’

এছাড়াও দেশের শীতপ্রবণ এলাকাতে সরকারি ও দলীয়ভাবে এ পর্যন্ত ৪৫ লাখ শীতবস্ত্র এবং ৩ কোটি নগদ অর্থ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সাখাওয়াত হোসেন শফিক, শফিকুল আলম নাদেল, দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ সম্পাদক আয়েশা ওয়াসিকা খান, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন