বিজ্ঞাপন

সাভারে ৫ বছরের শিশুকে ধর্ষণ

January 13, 2020 | 12:11 pm

স্টাফ করেসেপন্ডেন্ট

ঢাকা: ঢাকার অদূরে সাভারে ৫ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবা অভিযোগ করেন, তারা সাভারে থাকেন। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে সে। শনিবার বিকালে বাসার পাশেই মাঠে খেলছিলো সে। এরপর সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিলনা।

প্রায় দুই ঘণ্টা পর মাঠের পাশেই পাওয়া যায় শিশুটিকে। তখন তাকে বাসায় নিয়ে যাওয়া হলেও বিষয়টি তখনও কেউ বুঝতে পারেনি। এরপর শিশুটি বারবার বমি করতে থাকলে পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরাই জানান শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

কে বা কারা এই কাজটি করেছে এখনো সেটি জানা যায়নি। তাই এখনও বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারি ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, শিশুটিকে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/জেএএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন