বিজ্ঞাপন

উপ নির্বাচন (চট্টগ্রাম-৮): সুফিয়ানকে লাঞ্ছিত করার অভিযোগ

January 13, 2020 | 1:17 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় একটি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশ পাহারায় তাকে কেন্দ্র থেকে বের করে নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রায় অর্ধশত নেতাকর্মী নিয়ে আবু সুফিয়ান ভোটকেন্দ্রে যান। তখন কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদের সমর্থকরা সুফিয়ানের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। তারা ভুয়া, ভুয়া বলে চিৎকার শুরু করেন। একপর্যায়ে তারা কেন্দ্রের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ প্রহরায় আবু সুফিয়ানকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

উপ-নির্বাচন (চট্টগ্রাম-৮): ভোটে বাধার অভিযোগ, ধাওয়া-পাল্টাধাওয়া

জানতে চাইলে নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশার দেবদূত মজুমদার সারাবাংলাকে বলেন, ‘বিএনপির প্রার্থী কিছু লোকজন কেন্দ্রে ঢুকেছিলেন। এসময় উত্তেজনা হয়েছিল। তবে অপ্রীতিকর কিছু হয়নি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন