বিজ্ঞাপন

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে দুদকে তলব

January 13, 2020 | 5:18 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৩ জানুয়ারি) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে তলব করা হয়।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, ঠিকাদার জি কে শামীমসহ গ্রেফতার হওয়া বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের মাঝে শত শত কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অবৈধ প্রক্রিয়ায় সম্পদ অর্জন, বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার তথ্যও মিলছে। সেসব বিষয়ে জানতেই প্রকৌশলী মোসলেহ উদ্দিনকে ১৬ জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে।

একই অভিযোগে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের (এনডিই) ব্যবস্থাপনা পরিচালক রেজাউন মোস্তাফিজ এবং এম জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিনকে ১৬ জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন