বিজ্ঞাপন

ছায়ানট’র আয়োজনে ‘নৃত্য উৎসব ১৪২৬’

January 15, 2020 | 7:19 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

সংস্কৃতিচর্চায় দেশীয় ঐতিহ্যের ধারক ও বাহক ‘ছায়ানট’র আয়োজনে শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ‘নৃত্য উৎসব ১৪২৬’। এবারের উৎসবে পরিবেশিত হবে- মণিপুরী, ভরতনাট্যম্‌, গৌড়ীয় ও কত্থক নৃত্য।

বিজ্ঞাপন

উৎসবে ‘মণিপুরী’ নৃত্য পরিবেশনায় থাকবেন ছায়ানট, একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস, সামিনা হোসেন প্রেমা, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, বাবরুল আলম চৌধুরী ও ধৃতি নর্তনালয়, ‘ওড়িশি’ নৃত্যে নৃত্যছন্দ এবং ‘গৌড়ীয়’ নৃত্যে র‍্যাচেল প্রিয়াংকা প্যারিস।

‘ভরতনাট্যম’ পরিবেশনায় রুবাশা মারিয়ামা খান, ছায়ানট, অর্ণ কমলিকা, অমিত চৌধুরী, অর্থী আহমেদ ও সৃষ্টি কালচারাল সেন্টার।

‘কত্থক’ নৃত্য পরিবেশনায় থয়াকবেন কত্থক নৃত্য সম্প্রদায়, মাসুম হুসাইন ও রেওয়াজ পারফরমার্স স্কুল।

বিজ্ঞাপন

ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৬টা ১৫মিনিট থেকে শুরু হবে এই আয়োজন।

ছায়ানট প্রতিষ্ঠার পরই বাঙালিকে তার গানের ঐতিহ্য স্মরণ করিয়ে দিতে ঘরোয়া পরিবেশে আয়োজন করে সুরুচিসম্মত সংগীত অনুষ্ঠান ‘শ্রোতার আসর’। ছায়ানটের মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে রমনা বটমূলে বর্ষবরণ, জাতীয় দিবস (শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস), রবীন্দ্র-নজরুল জন্ম ও মৃত্যুবার্ষিকী, ঋতু উৎসব (বর্ষা, শরৎ, বসন্ত), লোকসংগীতের উৎসব, নাট্যেৎসব, দেশঘরের গান, শুদ্ধসংগীত উৎসব, রবীন্দ্র-উৎসব, নজরুল-উৎসব, নৃত্যোৎসব এবং মাসিক নির্ধারিত বক্তৃতামালা।

এরই ধারাবাহিকতায় ছায়ানট আয়োজন করেছে নৃত্য উৎসবের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি/

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন