বিজ্ঞাপন

সুয়ারেজ-ইনিয়েস্তাদের সতর্কবাণী

February 21, 2018 | 1:26 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

পিছিয়ে পড়লেও চেলসির বিপক্ষে মেসির গোল খরা কাটানোর ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে বার্সা। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ১৪ মার্চ নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগ খেলতে নামবে বার্সা। নিজেদের মাঠে ইংলিশ ক্লাবকে মোটেই স্বস্তি দেবে না কাতালানরা-এমনটি জানিয়ে রাখলেন বার্সা অধিনায়ক ইন্দ্রেস ইনিয়েস্তা এবং আক্রমণভাগের তারকা লুইস সুয়ারেজ।

প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৬২তম মিনিটে স্বাগতিক চেলসিকে লিড পাইয়ে দেন ব্রাজিল তারকা উইলিয়ান। আর ম্যাচের ৭৫ মিনিটে গোলের দেখা পান মেসি।

ইনিয়েস্তা চেলসিকে সতর্ক করে দিয়ে জানান, ‘লন্ডনের মাঠে কি হয়েছে, সেটা ভাবলে হবে না। ক্যাম্প ন্যুতে একটা ভিন্ন ম্যাচ হতে যাচ্ছে। নিজেদের মাঠে আমরা এগিয়ে থাকবো। নিজেদের দর্শক, নিজেদের চেনা স্টেডিয়াম-সব মিলিয়ে আমরা বেশি সুবিধা পাব, আমরা আত্মবিশ্বাসী। চেলসিকে কঠিন সময়ের মধ্যদিয়ে যেতে হবে। তারা তাদের সর্বোচ্চটা দিতে চেষ্টা করবে, যেমনটি আমরাও করবো।’

বিজ্ঞাপন

প্রথম লেগের ম্যাচে বল নিয়ন্ত্রণে দুই দলই সমানতালে লড়েছে। ইনিয়েস্তা আরও যোগ করেন, ‘ইউরোপের সেরা একটি দল চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে তারা শতভাগ দিয়ে চেষ্টা করে। আমরা জানি দ্বিতীয় লেগেও তারা বল দখলের লড়াইয়ে ছাড় দেবে না। আমরা স্কোর করার দিকেই মনোযোগ দেব।’

এদিকে, প্রথম লেগে সুযোগ পেয়েও গোল করতে পারেননি উরুগুইয়ান তারকা বার্সার আক্রমণভাগের সেনানী সুয়ারেজ। তার দুর্দান্ত শট চেলসির গোলরক্ষকের হাতে লেগে বাইরে বেরিয়ে যায়। দ্বিধায় থেকে আরও কয়েকবার সুযোগ নষ্ট করেন। সুয়ারেজ জানান দিয়ে রাখলেন, ‘প্রথম লেগে সুযোগ নষ্ট করেছি। কিন্তু দ্বিতীয় লেগে আমরা কিন্তু ঘরের মাঠে খেলব। সেখানে আরও বেশি জায়গা থাকবে আমাদের। হোম ম্যাচে আমাদের শক্তিটা আরও বেশি। সেখানে আমার জন্য গোল করাটাও গুরুত্বপূর্ণ।’

লিভারপুলের সাবেক তারবা সুয়ারেজ আরও যোগ করেন, ‘চেলসি ভালো দল। তারা চেষ্টা করবে অ্যাওয়ে ম্যাচে গোল করতে। আমাদের সুযোগের জায়গাটা কিন্তু তখন আরও বেড়ে যাবে।’

বিজ্ঞাপন

প্রথম লেগের ম্যাচে একবার হলুদ কার্ড দেখেছেন সুয়ারেজ। তবে, নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে বাধা নেই তার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন