বিজ্ঞাপন

ভুয়া ওয়ারেন্ট ইস্যু, সিআইডির কমিটি গঠন

January 21, 2020 | 3:34 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ভুয়া ওয়ারেন্ট কোথা থেকে ইস্যু হয় এবং কারা তা করে- বিষয়টি খুঁজে বের করতে কমিটি গঠন করেছে সিআইডি। চার কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই কমিটিকে ১০ দিনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

অমিত তালুকদার আদালতকে জানান, সিনিয়র পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞার নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত এস এস পি ফারুক আহমেদ, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক ও পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান।

এই কমিটি আগামী ১০ দিনের মধ্যে আদালতে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন বলে জানান অমিত তালুকদার। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত।

বিজ্ঞাপন

গত ১০ ডিসেম্বর ভুয়া ওয়ারেন্ট কোথায় থেকে ইস্যু করা হয় এবং কারা তা  করে- খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট।

সারাবাংলা/ এজেডকে/জেডএফ/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন