বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান

January 24, 2020 | 4:40 pm

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৪ জানুয়ারি) পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৪১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে মোহাম্মদ নাইমের ব্যাট থেকে।

বিজ্ঞাপন

উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল এবং মোহাম্মদ নাইম সাবধানী সূচনা করেন। নাইম-তামিম গড়েন ৭১ রানের জুটি। আর ব্যক্তিগত ৩৯ রানে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তামিমকে। আর তাতেই ভাঙে উদ্বোধনী এই জুটি। তামিমের ফেরার পর উইকেটে আসেন লিটন দাস। লিটনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন নাইম। তবে ইনিংসের ১৫তম ওভারে এই দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে ফিরলে ভাঙে ২৭ রানের জুটি।

১৫তম ওভারের ৩য় বলে রান আউট হয়ে ফেরেন লিটন দাস (১২)। ঠিক পরের বলেই শাদাব খানকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ইফতেখার আহমেদের তালুবন্দি হন নাইম। প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে নাইম করেন ৪৩ রান। এরপর আফিফকে সঙ্গী করে দলীয় রান শতক পার করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

তবে ইনিংস বেশি বড় করতে পারেননি আফিফ হোসেন। হ্যারিস রউফের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ১০ বলে ৯ রান করেন তিনি। এরপর ব্যাটিংয়ে আসেন সৌম্য সরকার। তবে বড় ইনিংস খেলতে পারেননি তিনিও। ১৯তম ওভারে শাহিন শাহ্‌ আফ্রিদির বলে বোল্ড হওয়ার আগে নামের পাশে যোগ করেন মাত্র ৭ রান। তিনি ফেরেন দলীয় ১২৮ রানে।

শেষ পর্যন্ত অধিনায়ক রিয়াদের ব্যাটে ভর করে ১৪১ রানে থামে বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ করেন ১৪ বলে ১৯ রান। আর ৩ বলে ৫ রান করেন মোহাম্মদ মিঠুন। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট তুলে নেন হ্যারিস রউফ, শাদাব খান এবং শাহিন শাহ্‌ আফ্রিদি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এর আগের ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ৬টিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল। বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে জয় পেয়েছে ১৪ টি-টোয়েন্টি ম্যাচে।

বিজ্ঞাপন

দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিতব্য এই সিরিজের প্রথম ধাপে শুক্রবার (২৪ জানুয়ারি) শুরু হয়েছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে ২৫ এবং ২৭ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের বাকি দুইটি টি-টোয়েন্টি। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ: আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ হাসনাইন।

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন