বিজ্ঞাপন

স্বপ্ন পূরণ হয়ে গেছে, এবার দায়িত্ব শুরু: ক্লাসেন

February 22, 2018 | 3:05 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের নায়ক ছিলেন হ্যানরিখ ক্লাসেন ও অধিনায়ক জেপি ডুমিনি। ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠা ক্লাসেন তাই ম্যাচ শেষে বলে ফেললেন ‘স্বপ্ন পূরণ হয়ে গেছে’। নিয়মিত দলের হয়ে খেলতে পারলে আর আক্ষেপ থাকবে না বললেন এই তারকা।

বুধবার রাতে ভারতের বিপক্ষে ব্যাট হাতে দর্শক মাতিয়েছেন দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ক্লাসেন। মাত্র ৩০ বলে সাত ছক্কা ও ৪টি চারে ৬৯ রান এসেছে তার ব্যাট থেকে। সেঞ্চুরিয়নে খেলতে নেমে ব্যাট হাতে ভারতীয় বোলারদের প্রায় বিধ্বস্ত করেছেন এই প্রোটিয়া। তার ব্যাটেই সিরিজে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা।

ইনজুরিতে পড়ে প্রোটিয়াদের একাধিক ক্রিকেটার ছিল মাঠের বাইরে। ২৬ বছর বয়সী ক্লাসেন সেই কথা মাথায় নিয়েই ব্যাটিংয়ে নেমেছেন। ম্যাচসেরা হয়ে তাই প্রেস কনফারেন্সে বললেন, ‘এবি ডি ভিলিয়ার্স, ডু প্লেসিস, বাভুমার মতো বিশ্বসেরা খেলোয়াড়রা ছিলেন না এই ম্যাচে। তারা মাঠে থাকলে ম্যাচ আরো উপভোগ্য হতো…’

বিজ্ঞাপন

ব্যাট হাতে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এই ৬৯ রান তাকে দলে নতুন করে জায়গা দেবে বলেও মনে করছেন এই প্রোটিয়া। ‘এই ম্যাচ আমাকে নতুন করে জায়গা দেয়ার সুযোগ দেবে। যদি এটি আমার শেষ ম্যাচ হয় তাহলে বলবো, আমার স্বপ্ন পূরন হয়েছে… এবার দায়িত্ব পালন শুরু।’

ম্যাচ জয়ে অধিনায়ক জেপি ডুমিনির ব্যাট থেকে আসা ৪০ বলে অপরাজিত ৬৪ রানকেও এগিয়ে রেখেছেন ক্লাসেন, ‘এই ম্যাচে ব্যাট হাতে ভালো করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ন ছিল, সহযোগিতা করেছেন ডুমিনি। ম্যাচে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি।’

শনিবার কেপটাউনে সিরিজের শেষ ও ফাইনাল টি-টোয়েন্টিতে সফরকারী ভারতের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন