বিজ্ঞাপন

তাসকিন, মোস্তাফিজদের নিয়ে শুরু হচ্ছে বিশেষ ক্যাম্প

February 22, 2018 | 6:48 pm

স্টাফ করেস্পন্ডেন্ট

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার নিদাহাস কাপকে সামনে রেখে বিশেষ ক্যাম্প যে একটু আগেভাগেই শুরু হয়ে যাবে, সেটি বেক্সিমকোর সংবাদ সম্মেলনেই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে সেই ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে ২৩ ফেব্রুয়ারি থেকেই। ১৪ জন পেসার ও ৫ জন ব্যাটসম্যানকে নিয়ে ওই ক্যাম্পে ডাক পেয়েছেন জাতীয় দলের অভিষেকের অপেক্ষায় থাকা কয়েকজনও। ৩ মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্প।

মোস্তাফিজ, রাহী, রনি, সাইফ উদ্দিন, রুবেলরা ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে। ক্যাম্পে ১৪ জন বোলারের মধ্যে আছেন তাঁরাও। ওই সিরিজে বাদ পড়া তাসকিন, রাব্বিরাও আছেন। ডাক পেয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে আসা কাজী অনিক, হাসান মাহমুদরা। গত বারের বিপিএলে অভিষিক্ত তরুণ পেসার হোসেন আলী ও শেখ জামালের হয়ে এবারই প্রথম লিগে নাম লেখানো ১৮ বছর বয়সী পেসার মোহাম্মদ রবিউলও আছেন দলে। আর পাঁচ ব্যাটসম্যানের সবাই-ই শ্রীলঙ্কা সিরিজের দলে ছিলেন।

১৪ জন বোলারঃ তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, সাইফ উদ্দিন, রুবেল হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ রবিউল, খালেদ আহমেদ, কাজী অনিক ও হোসেন আলী

বিজ্ঞাপন

৫ জন ব্যাটসম্যানঃ ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হক, জাকির হাসান, সাব্বির রহমান।

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন