বিজ্ঞাপন

একাধারে পদত্যাগ কেনিয়ায়!

February 23, 2018 | 12:36 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

 

অধিনায়ক, কোচ, বোর্ড সভাপতি সবাই একাসাথে পদত্যাগ করলেন কেনিয়া ক্রিকেট দলের। নামাবিয়ায় ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে খেলতে গিয়ে জয়হীন হয়ে দেশে ফেরার কারণে দলের গুরুত্বপূর্ন পদে থাকা এই কর্মকর্তারা পদত্যাগ করেছেন। ওয়ানডে স্ট্যাটাস থেকে বাদ পড়া দলটি এবার নেমে গেছে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে।

নামিবিয়ায় ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কোনো জয় না পেয়ে তালিকায় সবার নিচে স্থান পেল কেনিয়া। এই টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ হারের রেকর্ডও এখন কেনিয়ার ঘাড়ে। ২১৮ রানের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরেছে আফ্রিকান দলটি। প্রতিযোগিতায় ছয় দলের মধ্যে সবার শেষে থাকায় ওয়ার্ল্ড ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে নেমে গেছে কেনিয়া।

বিজ্ঞাপন

দেশে ফেরার পর তাই ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করলেন অধিনায়ক রাকিপ প্যাটেল। এছাড়াও দলের কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন বোর্ড সভাপতি জ্যাকি জানমোহাম্মদ ও কোচ থমাস ওডোয়া।

কেনিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছিলেন কোচ ওডোয়ো। টুর্নামেন্ট হারের পর বললেন, ‘নামিবিয়াতে কাটানো এক সপ্তাহ পার হয়েছে প্রচন্ড মানসিক চাপের মধ্যে। কঠিন চাপের এই সময়ে মনে হচ্ছিল দলকে যা দিতে চেয়েছি, তা পারিনি।’

পারফরম্যান্সের দিক থেকে বেশী পিছিয়ে পড়ে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার, ‘খারাপ খেলার রেকর্ড করেছি আমরা। দলের ভালো কিছুর জন্যই সরে যাওয়ার এই সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

নারী হিসেবে প্রথমবারের মতো কোনো ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছিলেন জানমোহাম্মদ। দলের দায়িত্ব থেকে তিনিও সরিয়ে নিয়েছেন নিজেকে, ‘দলের এমন পারফরম্যান্সের কথা ভেবেই এই সিদ্ধান্ত। এমন পরিস্থিতির দায় তো কাউকে না কাউকে নিতেই হবে।’

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন