বিজ্ঞাপন

‘মানসিক’ দিক নিয়েই কাজ করতে চাইছেন ওয়ালশ

February 23, 2018 | 3:01 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

 

পুরো সিরিজে বলতে গেলে মোস্তাফিজুর রহমানই যা একটু চেষ্টা করেছেন। তা ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের অন্য সব পেসারই ছিলেন বিবর্ণ। বিশেষ করে দুই টি-টোয়েন্টিতে অমন হতশ্রী বোলিংয়ের পর প্রশ্ন উঠে যাচ্ছে অনেক। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ অবশ্য এখনই বিচলিত হচ্ছেন না। তবে স্বীকার করেছেন, খুব বেশি চেষ্টা করতে গিয়েই খেই হারিয়ে ফেলেছেন বোলাররা।

শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে দম ফেলারও ফুরসত পাননি ওয়ালশ, আজ থেকেই মিরপুর অ্যাকাডেমিতে শুরু করে দিয়েছেন ১৪ জন পেসারকে নিয়ে বিশেষ ক্যাম্প। কিন্তু সিরিজের আগে আলাদা করে ক্যাম্প করার উদ্দেশ্য কী? দশ দিনের মধ্যে ওয়ালশ আসলে ঠিক কী করতে চাইছেন? বললেন, আপাতত বোলারদের ধারাবাহিকতা ফিরে পাওয়াটাই আসল ব্যাপার।

বিজ্ঞাপন

‘আমাদের আসলে ধারাবাহিকতার ওপরই জোর দিতে হবে। আমরা গত কিছু দিনে সেটা ঠিকমতো করতে পারেনি। মাঠে কার কী ভূমিকা, সেটাও সবাইকে ভালোভাবে বোঝানোটা আরেকটা উদ্দেশ্য। ফাস্ট বোলিংয়ে খাটুনির ব্যাপারটাও অনেক গুরুত্বপূর্ণ। আমরা আপাতত শুধু ধারাবাহিকতা আরও বেশি ঠিক করার দিকেই গুরুত্ব দিচ্ছি।’

বিশেষ করে টি-টোয়েন্টিতে যেভাবে পেসাররা বল করলেন, তাদের সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠে যাওয়া স্বাভাবিক। ওয়ালশ অবশ্য মানসিক দক্ষতারই ঘাটতি দেখছেন।

‘আমরা আসলে মানসিক ব্যাপারটা নিয়েই বেশি কাজ করছি। আমার মতে, গত সিরিজে একটু বেশি চেষ্টা করতে গিয়েই বোলাররা বেশি ভুগেছে। তাদের বুঝতে হবে, কোন পরিস্থিতিতে কীভাবে বল করতে হবে, কীভাবে কাজে লাগাতে হবে তা। ধারাবাহিক হলে দশ বারের মধ্যে আট বারই তারা যা চাইছে, সেটা হবে। ’

বিজ্ঞাপন

কিন্তু এই ক্যাম্পে হোসেন আলী, রবিউলদের মতো কিছু আনকোরা তরুণ পেসারও আছেন,। তাদের জন্য ওয়ালশ আসলে কতটুকু কী করতে পারবেন? ক্যারিবিয় এই কিংবদন্তি সেটারও উত্তর দিয়েছেন।

‘এই প্রথম আমি এই ছেলেদের ভালোভাবে দেখছি। ওদের আমার আরও কাছ থেকে দেখতে হবে। ওদের কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে কাজ করব। কোনো বিভাগে কেউ শক্তিশালী হলে, সেটা আরও শাণিত করতে চাইব। দিন শেষে আমি বাংলাদেশের ক্রিকেটের জন্য সেরা কিছুই করতে চাই।’

শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার কারণও উঠে এল সম্পূরকভাবে। ওয়ালশ দল হিসেবে খেলতে না পারার কথাই বললেন।

‘আমার মনে হয় দল হিসেবে আমরা পারফর্ম করতে পারিনি। সিনিয়র বা জুনিয়র সবাইকে নিজেদের কাজ ঠিকমতো করতে হবে। দলের সুবিধার জন্য সবাইকে নিজের ভূমিকায় সেরাটাই দিতে হবে। আমাদের কিছু সিনিয়র খেলোয়াড় আছে যারা খুব ভালো করেছে। তাদের নিজেদের কাজটা চালিয়ে যেতে হবে। পাশাপাশি তরুণদেরও এগিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন