বিজ্ঞাপন

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট

February 4, 2020 | 12:48 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে চলছে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মতিঝিলে ড. কামালের চেম্বারে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে শেষ হওয়া ঢাকার দুই সিটি নির্বাচন ও নির্বাচন পরবর্তী করনীয় সম্পর্কে আলোচনা হবে বলে জানা গেছে।

বৈঠকে আরো উপস্থিত আছেন, জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাষ্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের সুব্রত চৌধুরী, এডভোকেট মহসীন রশীদ, মোস্তাক আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহিদুল্লাহ কায়সার, জেএসডির অতিরিক্ত সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিকল্প ধারা বাংলাদেশে মহাসচিব এড শাহ আহমেদ বাদল, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

বিজ্ঞাপন

এদিকে, বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির যৌথ সভা হওয়ার কথা রয়েছে।

ঢাকার দুই সিটি নির্বাচনের পর আজই প্রথম আনুষ্ঠানিকভাবে ঐক্যফ্রন্ট ও বিএনপি তাদের দলীয় বৈঠকে বসছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/জেএএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন